সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৯০ মিনিটের গোলে অ্যাতলেটিকোর খুব কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

০৮:৩৭, ৬ এপ্রিল ২০২১

৪১৪

৯০ মিনিটের গোলে অ্যাতলেটিকোর খুব কাছে বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতির আগে ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনা ছন্দে ফিরলেও বহু কষ্টে পায় গোলের দেখা।  শেষ মুহুর্তের সে গোলেই পয়েন্টি টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা অ্যাতলেটিকোর সাথে পয়েন্ট ব্যবধান এখন মাত্র এক। 

সোমবার (৫ এপ্রিল) ঘরের মাঠে রিয়াল ভায়াদলিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শেষ দিকে ১০ জন হয়ে যাওয়া ভায়াদলিদের বিপক্ষে উসামেন দেম্বেলের গোলিটি আসে ৯০ মিনিটে।

ম্যাচের শুরুতেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। ১০ মিনিটেই এগিয়ে যাওয়া সুবর্ণ সুযোগ পেয়েছিল ভায়াদলিদ। তবে বসনিয়া-হার্জেগোভিনার স্টা্ইকার কেনান কদ্রোর হেড ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় সফরকারীরা। 

অন্যদেন বল ধরে রেখে খেললেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনার। প্রথমার্ধে তিনটি সুযোগ পেলেও তা সফলতায় রূপ দিতে পারেনি। বিরতির খানিকটা সময় আগে অবশ্য পেদ্রির বল লক্ষেই রেখেছিলেন তবে তা প্রতিপক্ষ গোলরক্ষকের হাত ছুঁয়ে লাগে গোল পোস্টে। 

দ্বিতীয়ার্ধেও দু’দলই আক্রমণে উঠলেও গোল মুখ কেউ খুলতে পারছিলনা। এর মধ্যে ৭৯ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে মাঠ ছাড়তে হয় ভায়াদলিদের অস্কার প্লানোকে। 

১০ জন নিয়ে শেষ পর্যন্ত আর বার্সাকে দমিয়ে রাখতে পারেনি পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দলটি। ৯০ মিনিটে ফ্রাঙ্ক ডি ইয়ং এর ক্রস ধরে আরিজাও এর পাসে বুলেট গতিতে বল জালে জড়ান দেম্বেলে। 

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র একে আনলো বার্সেলোনা। ২৯ ম্যাচ শেষে কাতালানদে পয়েন্ট এখন ৬৫। সমান সংখ্যক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিসের পয়েন্ট ৬৬ ও রিয়াল মাদ্রিদের ৬৩। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank