সকালে বার্সায়, বিকালে রিয়ালে
সকালে বার্সায়, বিকালে রিয়ালে
সকালে বার্সায়, বিকালে রিয়ালে |
অদ্ভুত একদিন পার করলো ফুটবল ভক্তরা। সকালে হালান্ডকে কাতালান শিবিরে দেখার আশায় বুক বাঁধেন বার্সা সমর্থকরা। আবার বিকেলে দেখা যায় অন্য খেলা৷ এবার এই নরওয়েজিয়ানের গায়ে লস ব্লাঙ্কোসদের সাদা জার্সি পরিয়ে দেন রিয়াল মাদ্রিদ ভক্তরা।
শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে বার্সেলোনায় যান আরলিং হালান্ডের বাবা আলফ ইঙ্গে হালান্ড ও তার এজেন্ট মিনো রাইওলা। বিমানবন্দর থেকে বের হয়ে বার্সা সভাপতির ব্যক্তিগত গাড়িতে চড়ে মেসিদের ক্লাবে যান তারা। সে ছবি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে ফুটবল পাড়ায়। অনেকেই তখন ব্লাউগ্রানার জার্সিতে দেখতে থাকেন এই তরুণ সেনসেশনকে।
কিন্তু বিকেলে আসে অন্য খবর। বার্সার সাথে আলাপ শেষে রিয়াল মাদ্রিদ ভ্রমণ করেছে হালান্ডের বাবা ও এজেন্ট। সেখানের সবকিছু ঘুরে দেখেছেন। চূড়ান্ত কোন কিছু না হলেও অন্তত এটা নিশ্চিত যে হালান্ডের পছন্দের তালিকায় স্পেন এগিয়ে। এর আগে তার পরিবারের স্পেনে বাড়ি কেনার খবরও বের হয়।
আগামী মৌসুমে হালান্ডের রিলিজ ক্লজ হবে ৭৫ মিলিয়ন ইউরো। তার আগেই এই ২০ বছর বয়সী তারকাকে দ্বিগুণ দামে বিক্রি করতে চাইছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে সেই সাথে যে কোন চুক্তিতে তার এজেন্ট ও বাবার ৪০ মিলিয়ন ডলার দেয়ার শর্ততে জটিলতা তৈরি হয়েছে। করোনার আর্থিক সংকটের কারণে তার জন্য এত খরচ করার সামর্থ্য এখন তেমন কোন ক্লাবেরই নেই।
স্পেনের সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর খবর অনুযায়ী, হালান্ডের এজেন্ট ও বাবা এখন ইংল্যান্ডের দিকে যাবেন। সেখানের আগ্রহী ক্লাবগুলোর সাথে আলোচনায় বসবেন এ দু'জন।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান