জোয়াকিম লো’কে বার্সেলোনায় দেখতে চান জাভি
জোয়াকিম লো’কে বার্সেলোনায় দেখতে চান জাভি
দীর্ঘ ১৬ বছর দায়িত্বে থেকে জার্মান দলকে খোলনচলে বদলে দিয়েছেন জোয়াকিম লো। তার অধীনেই মেসিদের হৃদয়ের রক্ত ঝরিয়ে বিশ্বকাপের মুকুট জেতে মারিও গোটসেরা। আগামী ইউরোর পরেই দলটির দায়িত্বে থেকে সরে যাচ্ছেন লো। এর মধ্যেই খবর, বার্সেলোনা কোচ হতে পারেন তিনি!
এ দাবি আবার যেন-তেন কেউ করেননি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রো এএসকে এই কথা জানিয়েছে খোদ বার্সা কিংবদন্তী জাভি হার্নান্দেজ।
২০১৯-২০ এর ভয়াবহ সিজন কাটানোর পর আরনেস্তো ভালভার্দেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় রোনাল্ড কোম্যানকে। এসময় জোর আলোচনা ছিল কোচ হিসেবে জাভিকে আনার। কিন্তু কাতারের দল আল -সাদ নিয়েই আপাতত পরিকল্পনা করছেন বলে জানান এই মাঝমাঠ তারকা।
এবছর চমৎকার কাটালেও চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়েছে বার্সেলোনা। লিগ জেতার সম্ভাবনাও কম। এদিকে কোপ দেল রের ফাইনালও যদি হারেন তবে কোম্যানের বাদ পড়ার সম্ভাবনাই প্রবল। সে ক্ষেত্রে আবারও উঠেছে জাভিকে ডাগআউটে আনার গুঞ্জন।
ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তরে জাভি সবাইকে অবাক করে জোয়াকিম লোর সম্ভবনার কথা জানান। তিনি বলেন, জার্মানিকে একটি ভিন্ন ধারার ফুটবলের সাথে পরিচয় করিয়েছে লো। যেমনটা আমি স্পেন বা বার্সেলোনায় দেখেছি। ব্লাউগ্রানারদের পরবর্তী কোচ হতে পারেন তিনি।
জার্মানির সবচেয়ে সফল এই কোচের উপর নজর রাখছে অনেকেই। ইউরোর পর তাকে দায়িত্ব দিতে চাইবে যে কোন বড় দলই।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান