সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই স্পেনের ধাক্কা

স্পোর্টস ডেস্ক

১০:৪১, ২৬ মার্চ ২০২১

৪৭৫

বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেই স্পেনের ধাক্কা

প্রথম তিন ম্যাচের প্রতিপক্ষ তুলনামূলক সহজ হওয়ায় সর্বোচ্চ নয় পয়েন্ট পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন স্পেন কোচ লুইস এনরিকে। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই ধাক্কা গেলো লা রোজারা। 

শুক্রবার (২৬ মার্চ) ঘরের মাঠে গ্রিসের সাথে ১-১ গোলে ড্র করছে স্পেন। প্রথমার্ধে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গ্রিসকে সমতায় আনেন বাকাসেতাস। 

ম্যাচে ৮০ শতাংশ বল দখলে রেখেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্পেনকে। অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স করেছে বার্সা মিডফিল্ডার পেদ্রি। 

স্পেন হতাশ হলেও প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি, ইতালি ও ইংল্যান্ড। 

আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ৭ মিনিটেই জোড়া গোল করে জার্মানি। গোরেৎসা ও হাভার্টসের গোলে এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে গুন্দুগানের গোলে স্কোরলাইন ৩-০ করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 

সান ম্যারিনের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে ৫-০ ব্যবধানে। জোড়া গোল করেন এভারটন স্ট্রাইকার কালভার্ট-লুইন। অপর তিন গোল আসে প্রৌস, স্টার্লিং ও ওয়াকিনসের পা থেকে। 

গ্রুপ সি-র ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইতালি। ১৪ ও ৩৮ মিনিটো গোল দুটি করেন ডোমেনিকো বেরারদি ও সিরো ইমোবিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank