সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দলবদল নিয়ে নিরবতা ভাঙলেন হালান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৭:৫৮, ২৩ মার্চ ২০২১

৭১৪

দলবদল নিয়ে নিরবতা ভাঙলেন হালান্ড

দলবদলের বাজারে এখন সবচেয়ে বড় নাম আরলিং ব্রাউট হালান্ড। প্রতিনিয়ত গোলের রেকর্ড ভেঙে বড় বড় ক্লাবের নজরে আছেন এই ফরোয়ার্ড। সম্প্রতি বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে অন্য ক্লাবে যাওয়া নিয়ে মুখ খুলেছেন এই নরওয়েজিয়ান। 

বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নরওয়ে দলের সাথে আছেন এই ২০ বছর বয়সী তারকা। সেখানেই তাকে প্রশ্ন করা হয় দলবদলের বিষয়ে। 

প্রশ্নের উত্তরে হালান্ড জানান, আমি নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত নই, ক্লাবের সাথে আমার এখনও তিন বছরের চুক্তি আছে। তাই সব গুজবকে এখন গুজব হিসেবেই দেখুন। 

এত অল্প বয়সেই ফর্মের তুঙ্গে আছেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লীগের বেলায় রীতিমতো পরিণত হয়েছেন গোল মেশিনে। মাত্র ১৪ ম্যাচে ছুঁয়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলে ও কম বয়সে ২০ গোল করার মাইলফলক।

মৌসুমে ৩০ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল। এমন দুর্দান্ত ফিনিশারকে তো যে কেউ দলে চাইবে। বার্সেলোনা, চেলসি ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাকে দলে নেয়ার লাইনে দাঁড়িয়েছে। 

শনিবার (২০ মার্চ) কুলনের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর নিজের জার্সি ডিফেন্ডার জর্জি মারির দিকে ছুঁড়ে মেরে সোজা টানেলে ঢুকে যান হালান্ড। তারপর সামাজিক মাধ্যমে রব উঠে তার ক্লাব ছেড়ে যাওয়া নিশ্চিত। কিন্তু পরে ইন্সটাগ্রামে এই তারকা জানান, দল আবারও ফিরে আসবে শিরোপার লড়াইয়ে। 

হালান্ড যাই বলুক, তাকে ধরে রাখা সহজ হবে না ডর্টমুন্ডের। একে তো ক্লাবের আর্থিক অবস্থা ভালো না। তার উপর ২০২২ সালে হালান্ডের রিলিজ ক্লজ হবে মাত্র ৭৫ মিলিয়ন ইউরো। তখন সহজেই এই তারকাকে তলে নিতে পারে যে কেউ। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank