মেসির রেকর্ডের রাতে বার্সেলোনার গোল উৎসব
মেসির রেকর্ডের রাতে বার্সেলোনার গোল উৎসব
রেকর্ডের রাতটা রাঙিয়ে নিয়েছেন লিওনেল মেসি। অধিনায়ককে সম্মান জানাতেই কিনা, রিয়াল সোসিয়েদাদের জালে গোল উৎসব করলো বার্সেলোনা। সে সাথে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরেও।
সোমবার (২২ মার্চ) প্রতিপক্ষের মাঠে ৬-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সা। আতোয়া গ্রিজম্যানের গোলের পর জোড়া গোল করেন সার্জিও ডেস্ট। পরে মেসি, দেম্বেলের গোলে ব্যাবধান ৫-০ করে বার্সা। স্বাগতিকদের একমাত্র গোলের পর শেষ গোলটি করেন মেসি৷
এর আগে হুয়েস্কার বিপক্ষে ম্যাচে সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজের বার্সার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসান মেসি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেটাকে ছাপিয়ে এখন এককভাবে শীর্ষস্থানে এই আর্জেন্টাইন।
ম্যাচের শুরুতে আক্রমণে থাকা বার্সা কিংবা সোসিয়েদাদ কেউই গোলমুখ খুলতে পারেনি৷ ২৪ মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে স্বাগতিকরা। মাঝমাঠের সামনে থেকে বল টেনে নিয়ে শট করেন আলেক্সান্দের ইসাকে। পা দিয়ে বল ঠেকিয়ে জাল অক্ষত রাখেন টের স্টেগেন।
৩৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। মেসির পাস থেকে দেম্বেলের কাছে ক্রস করেন আলবা। বল গোলকিপারের হাতে লেগে বার থেকে ফিরে৷ সহজ শটে ঠিকানা খুঁজে নেন গ্রিজম্যান।
ছয় মিনিট পর বার্সার হয়ে প্রথম গোল করে ব্যবধান বাড়ান ডেস্ট৷ মেসির রক্ষণচেরা পার কোনাকুনি শটে জালে জড়ান যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডার। ৫৩ মিনিটে তৃতীয় গোল করে সোসিয়েদাদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় বার্সা। স্বাগতিকদের দুই-তিন ডিফেন্ডার কাটিয়ে ডি বক্সে ক্রস করেন আলবা। এক ডিফেন্ডারের পা থেকে ডেস্টের পা ছুঁয়ে বল জড়ায় জালে।
আর মিনিট তিনেক পরেই গোল করেন মেসি। মাঝমাঠ থেকে সার্জিও বুসকেটের বাড়ানো বল দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আলতো টোকায় গোল আদায় করেন বার্সা অধিনায়ক। ৭১ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন পুরে ম্যাচে ছন্দে থাকা দেম্বেলে।
৭৭ মিনিটে স্বাগতিকদের স্বান্তনার গোলটি করেন তরুণ উইঙ্গার বারেনিতিয়া। তার বুলেট গতির শট ঠেকানোর সুযোগই পাননি টের স্টেগেন। আর শেষ দিকে গোলের আধা ডজন পূর্ণ করে মেসি। যে গোলটি ছিল পুরো টিম ওয়ার্কের ফল। কয়েকজন ফুটবলারের পা হয়ে মেসিকে বল বাড়ান আলবা। গোলপোস্ট ঘেঁষে বল জালে পাঠান ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
লা লিগায় এ নিয়ে ২৩ গোল করে গোলদাতার তালিকায় সবার উপরে আছেন মেসি। চার গোল কম করে দ্বিতীয় স্থানে মেসির সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। ২০২১ সালটা দারুণ যাচ্ছে মেসির। এসময় লা লিগার প্রতি ম্যাচে গোল করেছেন বা অবদান রেখেছেন তিনি। ১২ ম্যাচে তার গোলসংখ্যা ১৫ এবং সহায়তা ৭টিতে।
ম্যাচ জিতে ৬২ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। চার পয়েন্ট বেশি নিয়ে সে তালিকায় সবার উপরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান