দর্শকের সামনেই হবে দুই কোপা দেল রে ফাইনাল
দর্শকের সামনেই হবে দুই কোপা দেল রে ফাইনাল
এপ্রিলে হতে যাওয়া দুই কোপা দে রে ফাইনাল খেলা হবে দর্শকের সামনেই। |
এপ্রিলে হতে যাওয়া দুই কোপা দে রে ফাইনাল খেলা হবে দর্শকের সামনেই। বুধবার (১৭ মার্চ) স্প্যানিশ গণমাধ্যম ক্যাডেনা সের-এর প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।
দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে সেভিয়ার মাঠ লা কার্তুজা স্টেডিয়ামে, যার ধারণক্ষমতা ৬০ হাজার। প্রতিবেদন মতে, দুটি ফাইনালেই ২০ থেকে ২৫ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেয়া হবে। অর্থাৎ অন্তত ১৮ হাজার দর্শক মাঠে দেখা যাবে।
২০১৯-২০ মৌসুমের রিয়াল সোসিয়েদাদ বনাম অ্যাথলেটিক বিলবাও এর ম্যাচটি মাঠে গড়াবে তিন এপ্রিল। আর ১৭ এপ্রিল ২০২০-২১ মৌসুমের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাও।
দুই দলই দর্শকের সামনে ফাইনাল খেলতে চাওয়ায় স্থগিত করা হয় গত মৌসুমের ফাইনাল ম্যাচ। যেখানে প্রথমবারের মতো অল বস্ক ডার্বির।
কোপা দেল রে শিরোপা জিতলে ইউরোপা কাপে খেলা নিশ্চিত হতো অ্যাথলেটিক বিলবাও এর। তা সত্ত্বেও শুধু দর্শকের সামনে ফাইনাল খেলতেই ম্যাচটি স্থগিত করে তারা।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান