সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফুলহামকে হারিয়ে শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস করেসপন্ডেন্ট

১০:৩৭, ১৪ মার্চ ২০২১

আপডেট: ১২:২১, ১৪ মার্চ ২০২১

৪১৭

ফুলহামকে হারিয়ে শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি

ফুলহামের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
ফুলহামের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

প্রথমার্ধে কোনভাবে গোলমুখ রক্ষা করতে পারলো ফুলহাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল উৎসব করে ম্যানচেস্টার সিটি। ম্যাচ জেতার পাশাপাশি শিরোপা পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেলো পেপ গার্দিওলার শিষ্যরা। 

রবিবার (১৪ মার্চ) ফুলহামের মাঠে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সফরকারীদের হয়ে গোল তিনটি করেন জন স্টোনস, গ্যাব্রিয়াল জেসুস ও কুন আগুয়েরো 

গত ম্যাচে সাউদাম্পটনকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দেয়া দলের সাতজনকে বাইরে রেখে একাদশ সাজান গার্দিওলা। একবছরেরও বেশি সময় পর একসঙ্গে একাদশে ছিলেন আগুয়েরো ও জেসুস। 

প্রথমার্ধে ফুলহাম রক্ষণের পরীক্ষা নিতে পারেনি সিটিজেনরা৷ ১৮ ও ৩৪ মিনিটে ফারান তোরেস ও বার্নার্ডো সিলভার শট সহজেই ফেরান স্বাগতিক গোলরক্ষক আলফোন্সে আরিওলা। 

দ্বিতীয়ার্ধে শুরুতেই গোলের খাতা খোলে সিটি। জোয়াও কানসেলোর ক্রসে লক্ষ্যভেদ করে সফরকারীদের এগিয়ে দেন ডিফেন্ডার স্টোনস৷ ৫৩ মিনিটে সিলভার কাটব্যাক থেকে বল পান রদ্রি। তবে ফাঁকায় দাঁড়ানো গোলরক্ষক বরাবরই বল দেন এই মিডফিল্ডার। 

৫৬ মিনিটেই দ্বিতীয় গোল পায় ম্যানসিটি। ফুলহামের রক্ষণের ভুলে বল পেয়ে যান জেসুস। গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

তার চার মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন আগুয়েরো। ডি বক্সে ফারান তোরেসকে ট্যাকেল করলে স্পট কিকটি পায় সিটি৷ এর মধ্য দিয়ে ১৪ মাস পর প্রিমিয়ার লিগে গোল করেন এই আর্জেন্টাইন। 

বাকি সময় আধিপত্য ধরে রেখে ম্যাচ জিতে নেয় ম্যানচেস্টার সিটি। সে সাথে পয়েন্ট টেবিলে ১৭ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষস্থান মজবুত করেছে গার্দিওলার দল। 

৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ম্যানসিটি। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫৪।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank