চ্যাম্পিয়ন্স লীগে স্বরূপে বায়ার্ন, অ্যাতলেটিকোর হার
চ্যাম্পিয়ন্স লীগে স্বরূপে বায়ার্ন, অ্যাতলেটিকোর হার
বুন্দেসলিগায় শেষ দুই ম্যাচ ধাক্কা খেলেও চ্যাম্পিয়ন্স লীগে স্বরূপে দেখা গেলো বায়ার্ন মিউনিখকে। লাৎসিওকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে অ্যাতলেটিকোকে হোম ভেন্যুতে হারিয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল পেয়ে এগিয়েছে গেছে চেলসি।
বায়ার্নের হয়ে গোল করেন রবার্ট লেভানদোস্কি, জামাল মুসিয়ালা ও লেরয় সানে। বাকি গোলটি আত্মঘাতি। অন্যদিকে লাৎসিওর একমাত্র গোলটি আসে হোয়াকিন কোরেয়া পা থেকে।
ম্যাচের শুরুতেই লাৎসিওকে চেপে ধরা বায়ার্ন নবম মিনিটেই পায় প্রথম গোল। ডিফেন্ডার মাতেও ভুল পাস দেন গোলকিপার পেপে রেইনার কাছে। রেইনা বল নেয়ার আগেই লেভানদোস্কি জালে জড়ান বল।
২৩ মিনিটে বায়ার্নের দ্বিতীয় গোল করেন মুসিয়ালা। ৪২ মিনিটে আরও ব্যবধান বাড়ান সানে। আলফানসো ডেভিসের শট ঠেকালেও ফিরতি বল পেয়ে ঠিকানা খুঁজে নেন সানে।
দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটেই হয় পরের দুই গোল। ৪৬ মিনিটের সানের শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে জড়ান ফ্রান্সেসকো আসেরবি। আর ৪৯ মিনিটে লাৎসিও হয়ে গোল করে কোরেয়া। বায়ার্ন ডি বক্সের সামনে বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে নয়ারকে পরাস্ত করেন এ স্ট্রাইকার।
অন্যদিকে লা লিগায় ছন্দ হারানো অ্যাতলেটিকো ধাক্কা খেলো চ্যাম্পিয়ন্স লীগেও। রোমানিয়ার বুখারেস্টে হওয়া হোম ম্যাচে চেলসির কাছে ১-০ ব্যবধানে হেরেছে সিমিওনের শিষ্যরা।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৮ মিনিটে। অ্যাতলেটিকো ডিফেন্ডার মারিও এরমেসোর বল পায়ে লেগে হাওয়ায় ভাসলে দারুণ এক ওভারহেড কিকে বল জালে জড়ান অলিভিয়ের জিরুদ।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান