সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আর্সেনাল ডিফেন্ডারকে পেতে প্রতিযোগিতায় বার্সা-পিএসজি

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৮:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

৬০৮

আর্সেনাল ডিফেন্ডারকে পেতে প্রতিযোগিতায় বার্সা-পিএসজি

এখন পর্যন্ত আর্সেনালের জার্সি গায়ে খেলেছেন ২০০ এর বেশি ম্যাচ খেলেছেন হেক্টর।
এখন পর্যন্ত আর্সেনালের জার্সি গায়ে খেলেছেন ২০০ এর বেশি ম্যাচ খেলেছেন হেক্টর।

আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিনকে পেতে বার্সার সাথে প্রতিযোগিতায় নামছে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সিবিএসের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে গ্রীষ্মে হেক্টরকে দলে ভেড়ানোর লক্ষ্য ঠিক করেছিল বার্সেলোনা। কাতালুনিয়ান হওয়ায় হেক্টর নিজেও বার্সায় আসবেন বলেও সবার ধারণা ছিল। তবে এই ডিফেন্ডারকে ছিনিয়ে নিতে আবারও বিড করতে যাচ্ছে পিএসজি। 

আর্সেনালের হয়ে নিয়মিত একাদশে মাঠে নামছেন হেক্টর বেলেরিন। গত মৌসুমেও তাকে দলে নিতে চেয়েছিলেন তখনকার পিএসজি কোচ থমাস টুখেল। ৩৩ মিলিয়ন ডলার পর্যন্ত দামও হাঁকিয়েছিল ফরাসি ক্লাবটি। তবে হেক্টরকে থেকে যেতে রাজি করিয়েছিলেন আর্সেনাল কোচ মাইকেল আর্তেরা। 

এই ২৫ বয়সী ডিফেন্ডারের জন্য এবার ৩০ মিলিয়ন ডলার প্রস্তাব করতে চাইছেন নতুন পিএসজি বস মারিও পচেত্তিনো। তবে সিবিসির প্রতিবেদনে বলা হয়, বার্সোলোনার কাছে ৪৯ মিলিয়ন ডলার দাম চেয়েছে গানাররা। 

হেক্টর বেলেরিন নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন বার্সার যুব একাডেমি ‘লা মাসিয়া’তে। তবে ২০১৩ সালে গ্রাজুয়েশন শেষ করেন আর্সেনালের একাডেমি থেকে। সে বছরই আর্সেনালের মূল দলে তার অভিষেক হয়। ২০১৪-১৫ মৌসুম থেকেই গানারদের হয়ে নিয়মিত মাঠে নামছেন হেক্টর। এখন পর্যন্ত আর্সেনালের জার্সি গায়ে খেলেছেন ২০০ এর বেশি ম্যাচ। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank