এভারটনকে হারিয়ে ম্যানচেস্টার সিটির অনন্য রেকর্ড
এভারটনকে হারিয়ে ম্যানচেস্টার সিটির অনন্য রেকর্ড
ম্যানচেস্টার সিটির জয়রথ আর থামছেই না। ২৩ রাউন্ডে টটেনহামকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ জেতার রেকর্ড গড়ে গার্দিওয়ার দল। আর বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এভারটনকে ৩-১ ব্যবধানে হারিয়ে গড়লো আরেকটি অনন্য রেকর্ড।
প্রথম দল হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগে কোনো পঞ্জিকাবর্ষে প্রথম ১০ ম্যাচেই জিতল সিটিজেনরা। রেকর্ডময় ম্যাচে সিটির হয়ে গোল করেছেন ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ ও বার্নার্দো সিলভা। এভারটনের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্ডলিসন।
৩২ মিনিটে ভাগ্যক্রমেই প্রথম গোলটি পায় সিটি। রিয়াদ মাহরেজের ক্রস এভারটন ডিফেন্ডার মাইকেল কিন হেডে ফেরাতে গিয়ে তুলে দেন ফিল ফোডেনের পায়ে। ইংলিশ মিডফিল্ডারের শট সামনে একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
পাঁচ মিনিট পরই অবশ্য সমতা আনে এভারটন। এভারটন মিডফিল্ডার লুকাস দিনিয়ের জোরালো ভলিতে বল পোস্টে লেগে গোলমুখে ছুটে যাওয়া রিশার্লিসনের গায়ে লেগে চলে যায় জালে।
প্রথমার্ধ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে পাত্তায় পায়নি স্বাগতিকরা। পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বল পায়ে রাখা সিটিজেনরাই ছড়ি ঘোরায় ম্যাচে। ৬৩ মিনিটে বাঁকানো শটে সিটিকেএগিয়ে নেন আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ। আর ৭৭তম মিনিটে প্রায় একই দূরত্ব থেকে দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা।
২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিটি। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৬।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান