এমবাপের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা
এমবাপের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা
ঘরের মাঠকে একরকম দূর্গ বানিয়ে রেখেছিলো মেসিরা। শেষ ৩৩ ম্যাচে ন্যু ক্যাম্পে কেবল একবারই হারে বার্সেলোনা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সে দূর্গ ভেঙে তছনছ করে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মে। এমবাপের হ্যাটট্রিক ও মইসে কিয়েনের গোলে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পিএসজি। বার্সার গোলটি আসে মেসির নেয়া পেনাল্টি থেকে।
বার্সা কোচ রোনাল্ড কোম্যান ও পিএসজি বস মারিও পচেত্তিনো দুজনই দল সাজান ৪-৩-৩ ছকে। ম্যাচের শুরু থেকে তাই আক্রমণাত্তক ফুটবল দেখতে পায় দর্শকরা
ম্যাচে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনাই। ২৭ মিনিটে ডি ইয়াংকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। গোলা শটে বল জালে জড়ান মেসি। তার দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় কাতালানরা। ডি বক্সে মেসির বাড়িয়ে দেয়া বল থেকে সহজ গোল হাতছাড়া করেন দেম্বেলে।
বার্সাকে বেশি সময় লিড ধরে রাখতে দেননি পিএসজির নায়ক এমবাপে।৷ বার্সার ডি বক্সে ভিড়ের মধ্য থেকে দারুণ এক শটে দলকে সমতায় আনে এ তরুণ স্ট্রাইকার। আক্রমণ পাল্টা আক্রমণের পরও প্রথমার্ধ শেষ হয় সমতাতেই।
দ্বিতীয়ার্ধে বার্সাকে সম্পুর্ন এলোমেলো করে দেয় পিএসজি। ৬৫ মিনিটে এমবাপের গোলে স্বাগতিকদের সাথে ব্যবধান দ্বিগুণ করে প্যারিসীয়ানরা। আর ৭০ মিনিটে ন্যু ক্যাম্পে হতাশা নিয়ে আসেন আরেক পিএসজি উইঙ্গার মইসে কিয়েন। কর্নার থেকে বাড়ানো বলে মাথা ছোঁয়ান এই ইতালিয়ান।
৩-১ গোলে পিছিয়ে যাওয়ার পর তিন খেলোয়াড় বদলি করেন কোম্যান। তবে কাজ হয়নি, উল্টো এমবাপের হ্যাটট্টিকে গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের। বাঁ পাশ থেকে এমবাপের বাঁকানো শটটাও ছিলো দেখার মতো।
প্রথম লেগে বিধ্বস্ত হওয়ার পর কাগজে কলমে যদিও সুযোগ আছে, তবে কোয়ার্টার ফাইনালে যেতে অসাধ্য সাধন করতে হবে মেসিদের। দ্বিতীয় লেগে পিএসজির মাঠে যে জিততে হবে অন্তত ৪-০ বা ৫-২ ব্যবধানে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান