সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমবাপের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা

স্পোর্টস করেসপন্ডেন্ট

১০:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১১:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২১

৫৮১

এমবাপের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা

ঘরের মাঠকে একরকম দূর্গ বানিয়ে রেখেছিলো মেসিরা। শেষ ৩৩ ম্যাচে ন্যু ক্যাম্পে কেবল একবারই হারে বার্সেলোনা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সে দূর্গ ভেঙে তছনছ করে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মে। এমবাপের হ্যাটট্রিক ও মইসে কিয়েনের গোলে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পিএসজি। বার্সার গোলটি আসে মেসির নেয়া পেনাল্টি থেকে। 

বার্সা কোচ রোনাল্ড কোম্যান ও পিএসজি বস মারিও পচেত্তিনো দুজনই দল সাজান ৪-৩-৩ ছকে। ম্যাচের শুরু থেকে তাই আক্রমণাত্তক ফুটবল দেখতে পায় দর্শকরা 

ম্যাচে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনাই। ২৭ মিনিটে ডি ইয়াংকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। গোলা শটে বল জালে জড়ান মেসি। তার দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় কাতালানরা। ডি বক্সে মেসির বাড়িয়ে দেয়া বল থেকে সহজ গোল হাতছাড়া করেন দেম্বেলে। 

বার্সাকে বেশি সময় লিড ধরে রাখতে দেননি পিএসজির নায়ক এমবাপে।৷ বার্সার ডি বক্সে ভিড়ের মধ্য থেকে দারুণ এক শটে দলকে সমতায় আনে এ তরুণ স্ট্রাইকার। আক্রমণ পাল্টা আক্রমণের পরও প্রথমার্ধ শেষ হয় সমতাতেই। 

দ্বিতীয়ার্ধে বার্সাকে সম্পুর্ন এলোমেলো করে দেয় পিএসজি। ৬৫ মিনিটে এমবাপের গোলে স্বাগতিকদের সাথে ব্যবধান দ্বিগুণ করে প্যারিসীয়ানরা। আর ৭০ মিনিটে ন্যু ক্যাম্পে হতাশা নিয়ে আসেন আরেক পিএসজি উইঙ্গার মইসে কিয়েন। কর্নার থেকে বাড়ানো বলে মাথা ছোঁয়ান এই ইতালিয়ান। 

৩-১ গোলে পিছিয়ে যাওয়ার পর তিন খেলোয়াড় বদলি করেন কোম্যান। তবে কাজ হয়নি, উল্টো এমবাপের হ্যাটট্টিকে গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের। বাঁ পাশ থেকে এমবাপের বাঁকানো শটটাও ছিলো দেখার মতো। 

প্রথম লেগে বিধ্বস্ত হওয়ার পর কাগজে কলমে যদিও সুযোগ আছে, তবে কোয়ার্টার ফাইনালে যেতে অসাধ্য সাধন করতে হবে মেসিদের। দ্বিতীয় লেগে পিএসজির মাঠে যে জিততে হবে অন্তত ৪-০ বা ৫-২ ব্যবধানে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank