সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চ্যাম্পিয়ন্স লীগ: শেষ ষোলোর শুরুতেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা 

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৭:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১

৫৩৪

চ্যাম্পিয়ন্স লীগ: শেষ ষোলোর শুরুতেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা 

বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ সাক্ষাতের কথা নিশ্চয়ই ভুলে যাননি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ভক্তরা। ঘরের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থাকার পরও ন্যু ক্যাম্পে ৬-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় প্যারিসীয়দের। 

চার বছর পর সে হারের প্রতিরোধ নেয়ার সুযোগ পাচ্ছে ফরাসি ক্লাবটি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সে ন্যু ক্যাম্পেই মাঠে নামছে দু’দল। যদিও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। 

সে ম্যাচে কাতালানদের নায়ক নেইমার এখন প্রতিপক্ষ শিবিরে। ইনজুরিতে পড়ায় এ ব্রাজিলিয়ান মঙ্গলবার দর্শক হয়ে থাকলেও দ্বিতীয় লেগে ঠিকই দেখা যাবে তাকে। নেইমারের অনুপস্থিতে খুব বেশি চিন্তিত হওয়ারও কথা হয় পিএসজি কোচ মারিও পচেত্তিনোর। এমবাপে-ইকার্দিরা যেরকম ফর্মে আছেন, তা যে কোন প্রতিপক্ষের দিকে চোখ রাঙাতে যথেষ্ট। 

অন্যদিকে মৌসুমের শুরুতে বারবার হোঁচট খাওয়া বার্সাও ফিরে পেয়েছে ছন্দ। মেসি-গ্রিজম্যানদের পাশাপাশি পেদ্রি-ত্রিনকাওদের মত তরুণরা জ্বলে উঠছেন নিয়মিত। লিগে টানা সাত ম্যাচ জিতে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবেনা সেটা তো বুঝাই যায়। 

শেষ ষোলোর অন্য ম্যাচে মাঠে নামবে আরবি লেইপজিগ ও লিভারপুল। চ্যাম্পিয়ন্স লীগের লটারির পর  লেইপজিগকেই আন্ডারডগ ভেবেছিলেন সবাই। তবে ধারাবাহিক ব্যর্থতায় অলরেডরাই এখন উল্টো চাপে পড়েছে। 

সাত বছর পর টানা তিন ম্যাচে হেরেছে জার্গেন ক্লপের শিষ্যরা। শেষ দশ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের লড়াইয়ে অনেকটা ছিটকেই গেছে লিভারপুল। তাই লেইপজিগের বিপক্ষে চাপেই থাকবে অলরেডরা। 

অন্যদিকে মাত্র ১২ বছরে পা দেয়া ক্লাব লেইপজিগ দেখিয়ে যাচ্ছে নিজেদের চমক। গত চার মৌসুমে তিনবারই চ্যাম্পিয়ন্স লীগ খেলেছে ক্লাবটি। তারমাঝে গত মৌসুমেই খেলেছে সেমিফাইনালও। বুন্দেসলিগায় এবারও পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে লেইপজিগ। 

তাই হাড্ডাহাড্ডি দুই লড়াই দেখার প্রত্যাশা নিয়েই রাত জাগবেন ফুটবল ভক্তরা। অনেকে কোনটা ছেড়ে কোনটা দেখবেন সে চিন্তাতেও পড়তে পারেন। কারণ রাত ২ টায় একই সাথে শুরু হবে ম্যাচ দুটি।

আরবি লেইপজিগ- লিভারপুলের ম্যাচ দেখাবে সনি টেন ১। আর বার্সেলোনা-পিএসজি ম্যাচ দেখানো হবে সনি টেন ২ এ। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank