গার্দিওলার কাছে মরিনহোর হার
গার্দিওলার কাছে মরিনহোর হার
কিছু সময় ক্লাব বা ফুটবলারের দ্বৈরথ ছাপিয়ে কোচদের লড়াই হয়ে ওঠে মূখ্য। পেপ গার্দিওলা আর জোসে মরিনহোই ধরুননা; এ দুজন যে ক্লাবেই থাকুক মুখোমুখি হলেই তা হয়ে যায় হাই ভোল্টেজ ম্যাচ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় গার্দিওলার ম্যানসিটি ও মরিনহোর টটেনহাম। ম্যাচটি ছিল এ দুই কোচের ২৫ তম মুখোমুখি লড়াই৷ যে ম্যাচে সিটিজেনদের কাছে পাত্তাই পায়নি স্পার্সরা।
ইতিহাদ স্টেডিয়ামে দুই কোচই নামেন নিজেদের পুরনো ছকে। ৪-৩-৩ লাইনআপ দিয়ে গার্দিওলা যথারীতি আক্রমণাত্তক আর ৪-২-৩-১ ছকে মরিনহো কিছুটা ডিফেন্সিভ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সিটি। পেনাল্টি পেয়ে যা ২৭ মিনিটেই। কয়েক ম্যাচে পেনাল্টি মিস করাই শনিবার পেনাল্টি নেন রদ্রি। এবার আর মিস হয়নি। প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে সিসোকো ও ডেলে আলীকে নামিয়ে আক্রমণে ধার বাড়ায় টটেনহাম। কিন্তু কাজ হয়নি, উল্টো ৫০ আর ৬৬ মিনিটে জোড়া গোল করে খেলাই শেষ করে দেন ইলকাই গুন্দুয়ান। জানুয়ারির সেরা খেলোয়াড় ফেব্রুয়ারির জন্য এখন বড় দাবিদার।
ঘরের মাঠে ম্যাচ জিতে এক ম্যাচ কম খেলেই ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সিটি। ৩৬ পয়েন্ট নিয়ে টটেনহাম নবম।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান