সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘মিথ্যুক’ গ্যারেথ বেলকে এক হাত নিলেন মরিনহো

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৬:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১

৫২৫

‘মিথ্যুক’ গ্যারেথ বেলকে এক হাত নিলেন মরিনহো

শরীর ভালো নেই জানিয়ে টটেনহামের অনুশীলনে আসেননি ওয়েলস তারকা গ্যারেথ বেল। কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করেন ‘অনুশীলন ভালো ছিল’। এমন কাণ্ডে বেজায় চটেছেন টটেনহাম বস জোসে মরিনহো।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে সংবাদ সম্মেলেনে মরিনহো জানিয়েছেন, গ্যারেথ বেলের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বাস্তবতা থেকে অনেক দূরে। সে অনুশীলনেই আসেনি।  

রিয়াল মাদ্রিদ থেকে ধারে এ মৌসুমে নিজের সাবেক ক্লাব টটেনহামে ফেরেন ৩১ বছর বয়সী গ্যারেথ বেল। কিন্তু দলে নিজের প্রভাব ফেলতে পারেননি একদমই। প্রিমিয়ার লিগে শুরু থেকে খেলেছেন মাত্র দুই ম্যাচে। সর্বশেষ মাঠে নামেন ৩১ জানুয়ারি। 

তারপর নিজের ‘অসুস্থতার’ কথা বলে অনুশীলন করেননি বেল। এ প্রসঙ্গে মরিনহো বলে, সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে মৌসুমের শুরু থেকে ঘরের কথা আমি বাইরে বলিনি। কিন্তু এবার মনে হলো আমাকে কিছু কথা বলতেই হবে। 

মরিনহো বলেন, সামাজিক মাধ্যমে তার পোস্টটি কোন দায়িত্বের মধ্যেও পড়ে না। পোস্টে লিখে, ‘ট্রেনিং সেশন ভালো ছিল, আর আমি প্রস্তুত’। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বেল অসুস্থতার কথা বলে এক্স-রে করায়, কিন্তু সেখানে কোন ইনজুরি দেখা যায়নি। তারপরও ফুটবলার ভালো লাগছেনা বললে কোচ, ক্লাব কিংবা চিকিৎসকদেরও কিছু করার থাকেনা। অর্থাৎ বেল সেদিন মোটেও প্রস্তুত ছিল না। 

তবে বেল খেলতে চাইলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাকে রাখা হবে জানিয়ে মরিনহো বলেন, যদি সে নিজেকে প্রস্তুত বলে, তবে দলে অবশ্যই নেয়া হবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank