‘মিথ্যুক’ গ্যারেথ বেলকে এক হাত নিলেন মরিনহো
‘মিথ্যুক’ গ্যারেথ বেলকে এক হাত নিলেন মরিনহো
শরীর ভালো নেই জানিয়ে টটেনহামের অনুশীলনে আসেননি ওয়েলস তারকা গ্যারেথ বেল। কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করেন ‘অনুশীলন ভালো ছিল’। এমন কাণ্ডে বেজায় চটেছেন টটেনহাম বস জোসে মরিনহো।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে সংবাদ সম্মেলেনে মরিনহো জানিয়েছেন, গ্যারেথ বেলের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বাস্তবতা থেকে অনেক দূরে। সে অনুশীলনেই আসেনি।
রিয়াল মাদ্রিদ থেকে ধারে এ মৌসুমে নিজের সাবেক ক্লাব টটেনহামে ফেরেন ৩১ বছর বয়সী গ্যারেথ বেল। কিন্তু দলে নিজের প্রভাব ফেলতে পারেননি একদমই। প্রিমিয়ার লিগে শুরু থেকে খেলেছেন মাত্র দুই ম্যাচে। সর্বশেষ মাঠে নামেন ৩১ জানুয়ারি।
তারপর নিজের ‘অসুস্থতার’ কথা বলে অনুশীলন করেননি বেল। এ প্রসঙ্গে মরিনহো বলে, সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে মৌসুমের শুরু থেকে ঘরের কথা আমি বাইরে বলিনি। কিন্তু এবার মনে হলো আমাকে কিছু কথা বলতেই হবে।
মরিনহো বলেন, সামাজিক মাধ্যমে তার পোস্টটি কোন দায়িত্বের মধ্যেও পড়ে না। পোস্টে লিখে, ‘ট্রেনিং সেশন ভালো ছিল, আর আমি প্রস্তুত’। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বেল অসুস্থতার কথা বলে এক্স-রে করায়, কিন্তু সেখানে কোন ইনজুরি দেখা যায়নি। তারপরও ফুটবলার ভালো লাগছেনা বললে কোচ, ক্লাব কিংবা চিকিৎসকদেরও কিছু করার থাকেনা। অর্থাৎ বেল সেদিন মোটেও প্রস্তুত ছিল না।
তবে বেল খেলতে চাইলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাকে রাখা হবে জানিয়ে মরিনহো বলেন, যদি সে নিজেকে প্রস্তুত বলে, তবে দলে অবশ্যই নেয়া হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান