মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লড়াইয়ে টিকে থাকতে ম্যানসিটির মুখোমুখি লিভারপুল

স্পোর্টস ডেস্ক

১৪:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২১

৬৪৮

লড়াইয়ে টিকে থাকতে ম্যানসিটির মুখোমুখি লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে লিভারপুল। শিরোপার লড়াইয়ে নূন্যতম আশা বাঁচিয়ে রাখতে অ্যানফিল্ডের ম্যাচে জয়ের বিকল্প দেখছে না রেডসরা। অপরদিকে জয় তুলে নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করতে চাইবে সিটিজেনরা। রবিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় এ জমজমাট লড়াইটি শুরু হবে।

নিজেদের মাঠ অ্যানফিল্ড লিভারপুলের অপ্রতিরোধ্য দুর্গ হিসেবে পরিচিত। এখানে তাদেরকে হারানো যেকোনো দলের জন্য দুঃস্বপ্ন। কিন্ত গত ডিসেম্বর থেকে হোম গ্রাউন্ডে চার ম্যাচ জয়হীন ইউর্গেন ক্লপের শিষ্যরা। হেরেছে ব্রাইটন ও বার্নলির মতো দলগুলোর কাছে। দলের এ দুর্দশার অন্যতম কারণ ইনজুরি। ডিফেন্সে নেই ভার্জিল ভ্যান ডাইক। চোট কাটিয়ে সাদিও মানে আর ফ্যাবিনহো ট্রেনিংয়ে ফিরলেও একাদশে থাকা নিয়ে রয়েছে শঙ্কা।

অপরদিকে, টানা ১৩ ম্যাচ জয়ের ধারায় রয়েছে সিটি। অ্যাগুয়েরো-ডি ব্রুইনারা সাইডবেঞ্চে থাকলেও সে জায়গা ভালো মতোই পুষিয়ে দিচ্ছেন গুন্ডোয়ান-মাহারেজরা। কিন্ত রেকর্ড বলছে, গত ১৭ বছরে লিভারপুলের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি স্কাই ব্লুজরা। তাই ম্যাচটি নিয়ে চিন্তিত থাকবেন পেপ গার্দিওলা।

দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১৬৯ বার। লিভারপুলের ৮০ জয়ের বিপরীতে সিটি পেয়েছে ৪৬ জয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank