রোনালদোর জোড়া গোলে ফাইনালের দৌড়ে এগিয়ে জুভেন্টাস
রোনালদোর জোড়া গোলে ফাইনালের দৌড়ে এগিয়ে জুভেন্টাস
কোপা ইতালিয়ার সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইন্টার মিলানকে হারিয়েছে জুভেন্টাস। প্রথম লেগে ২-১ গোলে হার নেরাজ্জুরিদের। এই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো তুরিনের ওল্ড বুড়িরা।
মিলানের মাঠ স্তাদিও গুসেপে মেয়াজাতে দুই ইতালিয়ান জায়ান্টের ম্যাচটা জুভেন্টাসের কাছে প্রতিশোধের ছিলো বললে ভুল হবে না। সবশেষ সিরি আর লড়াইয়ে ইন্টারের কাছে ২-০ গোলে হেরেছিলো আন্দ্রে পিরলোর দল। হারের শঙ্কা তৈরি হয়েছিলো এ ম্যাচেও।
মাত্র ৯ মিনিটে জুভের বিপক্ষে গোল পায় ইন্টার মিলান। বারেলার পাস থেকে জুভেন্টাসের গোলকিপারের হাতে লেগেই লাওতারো মার্তিনেজের বল জালে জড়ায়।
ঘুরে দাড়াতে সময় নেয়নি আন্দ্রে পিরলোরে দল। টানা প্রচেষ্টার পর ভাগ্য সহায় হয়েছে। আক্রমণে থাকা জুভেন্টাসের কুয়ার্দাদোকে বক্সের মধ্যে ফেলে দেন মিলানের ডিফেন্ডাররা। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের ২৬ মিনিটেই স্পট কিক থেকে জালের মাঝামাঝি শটে দলকে সমতায় ফেরান মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচে আবারও এগিয়ে যেতে মিলানের লুকাকু-আর্তুতো ভিদালরা লড়েছেন প্রাণপণে। কিন্তু জুভেন্টাসের সিআরসেভেন ছেড়ে কথা বলার পাত্র নন। ১০ মিনিট যেতে না যেতেই আবারো চমক পর্তুগীজ সুপারস্টারের। বোকামিটা করেছেন মিলানের ডিফেন্ডাররাই। মধ্যমাঠ থেকে পেছনে বল পাঠালে গোলকিপার হান্ডানোভিচ এগিয়ে আসেন। কিন্ত তার সামনে থাকা এক ডিফেন্ডার বলটি পায়ে নিলে ক্ষিপ্রগতিতে তার পা থেকেই বলটি লুফে নেন রোনালদো। কোনাকুনি শটে বল জালের দিকে ঠেলে দিয়ে উদযাপনে চলে যান। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় য়্যুভেন্তাস।
ম্যাচের বাকি সময়ে দল দুটি আক্রমণে গেলেও স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে পারেননি কেউ। প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর শিষ্যরা। অবশ্য এখনও ফাইনালে যাবার পথ খোলা আছে ইন্টার মিলানের সামনে। সেজন্য দ্বিতীয় লেগে বড় ব্যবধানে জয় পেতে হবে। জুভেন্টাসের মাঠে ৯ ফেব্রুয়ারিতে হবে দু দলের দ্বিতীয় লেগের ম্যাচ।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান