মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোচ হলেও দুর্দান্ত হবেন মেসি

স্পোর্টস ডেস্ক

১৭:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২৩:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২১

৫৫৭

কোচ হলেও দুর্দান্ত হবেন মেসি

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) দায়িত্ব নেয়ার পর থেকেই লিওনেল মেসিকে দলে ভেড়ানোর আগ্রহের কথা জানিয়েছিলেন মরিসিও পচেত্তিনো। সে চেষ্টা অব্যাহত রয়েছে। গুঞ্জন রয়েছে, আগামী গ্রীষ্মের দলবদলে ফুটবল মহাতারকাকে প্যারিসে টানার জন্য কোমর বেঁধে নামবে দলটি।

পচেত্তিনো নিজে মেসির মতো একজন আর্জেন্টাইন। তাই মেসি তার কোচিং পেলে সম্পর্কটাও দারুণ হবে। ফুটবলবোদ্ধারা মনে করছেন পুরোনো সতীর্থ ও বন্ধু নেইমারের সঙ্গে ফের মাঠের সঙ্গী হতে পারেন এলএমটেন।

ফ্রান্সের ক্রীড়াভিত্তিক গণমাধ্যম আরএমসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো জানান, দলকে অনন্য মাত্রায় নিয়ে যেতে মেসির মতো ফুটবলার প্রয়োজন। আমার দলের উন্নতির পরিকল্পনা রয়েছে। যদি কখনও মেসির কোচ হওয়ার সুযোগ আসে, তবে সেটা হবে দুর্দান্ত। যদি নাও হয়, তাতেও কোনো সমস্যা নেই।

মেসি ও পচেত্তিনোর দুজনেরই শৈশবের ক্লাব ছিল আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজ। পরবর্তীতে স্প্যানিশ ক্লাব এস্পানিওল ও ফ্রান্সের সিএসজিতেই খেলেন মরিসিও।

নিউওয়েলসের স্মৃতি নিয়ে মেসির সঙ্গে আলোচনা করেন বলেও জানান পচেত্তিনো। তিনি বলেন, ভবিষ্যতে কার জন্য কি অপেক্ষা করছে এবং কে কোথায় মিলিত হবে কেউ বলতে পারে না। 

আর্জেন্টাইন সুপারস্টার মেসি পিএসজিতে গেলে শুধু স্বদেশি পচেত্তিনোর সঙ্গেই সাক্ষাৎ হবে তা নয়। তার জাতীয় দল সতীর্থ দি মারিয়া ও লিওনার্দো পারেদেসের মতো তারকারা খেলেন দলটিতে। তাছাড়া, নেইমার ও সময়ের সেরা তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপ্পে তো আছেনই।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank