মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসির পেছনে ৫৭০০ কোটি টাকা খরচের রিপোর্ট, আইনি ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক

১২:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৪:০১, ১ ফেব্রুয়ারি ২০২১

৬৩৭

মেসির পেছনে ৫৭০০ কোটি টাকা খরচের রিপোর্ট, আইনি ব্যবস্থা

ফুটবল মহাতারকা লিওনেল মেসির পেছনে বার্সেলোনার খরচের অঙ্ক প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো। অঙ্কটি রীতিমতো অবিশ্বাস্য। আগামী জুনে শেষ হতে যাওয়া চার বছরের চুক্তিতে সর্বমোট মেসির আয় হবে প্রায় পাঁচ হাজার ৭০৩ কোটি টাকা।

কয়েক সপ্তাহ ধরেই বার্সেলোনার অর্থনৈতিক টানাপোড়েনের খবর নিয়ে সরব ফুটবল মিডিয়া। ক্লাবের সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তামিউকে ক্লাবের দুর্দশার জন্য দায়ী করা হচ্ছে। এরই মধ্যে ৩০ পৃষ্ঠার চুক্তিপত্রের খুঁটিনাটি ঘাটিয়ে শনিবার (৩০ জানুয়ারি) বোমা ফাটানো প্রতিবেদন প্রকাশ করে এল মুন্দো। আর্থিক দুর্দশার মধ্যেও এতো বিশাল অঙ্কের পয়সা মেসিকে নিয়মিত পরিশোধ করতে চুক্তিবদ্ধ বার্সা। এতে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এ ফুটবল ক্লাব।

চুক্তির তথ্য ক্লাব কর্তৃপক্ষের কেউ ফাঁস করেনি বলে নিশ্চিত করেছে বার্সেলোনা। শিগগির ওই পত্রিকার বিরুদ্ধে তথ্যফাঁসের অভিযোগ এনে আইনি ব্যবস্থা গ্রহণ করবে তারা। 

২০১৭ সালে চার বছরের নতুন চুক্তিতে বোনাস হিসেবে ১৫.২ মিলিয়ন ইউরো পেয়েছিলেন মেসি। দীর্ঘদিন একই ক্লাবে খেলায় আনুগত্য বোনাস যোগ হয় আরও ৭৮ মিলিয়ন। এর বাইরে বার্ষিক নির্ধারিত বেতন ১১৫ মিলিয়ন ইউরো তো আছেই। শুধু ক্লাব থেকেই সবমিলিয়ে মেসির বার্ষিক আয় ১৩৮ মিলিয়ন ইউরোর বেশি। 

আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেছনে চার বছরে কাতালানদের মোট ব্যয় হচ্ছে ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ হাজার ৭০৩ কোটি টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank