লা লিগায় লেভান্তের বিপক্ষে রিয়ালের হার
লা লিগায় লেভান্তের বিপক্ষে রিয়ালের হার
দুঃসময় রিয়াল মাদ্রিদের পিছু ছাড়ছেই না। স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে বেশিদিন হয়নি। লা লিগাতেও ভুগছে লস ব্লাংকোসরা।
শনিবার (৩০ জানুয়ারি) নিজেদের মাঠে লেভান্তের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয়েছিলো জিনেদিন জিদানের শিষ্যরা। তাদেরকে ২-১ গোলে হারিয়েছে লেভান্তে। লেভান্তের হয়ে মোরালেস ও রোজার গোল করেন। মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন মার্কো এসেন্সিও।
এদিন ম্যাচ শুরুর ৯ মিনিটে মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও লেভান্তের পরিষ্কার গোলের বলকে হ্যান্ডবলে ঠেকিয়ে দেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।
দুর্বল হয়েও প্রথম গোলটি তারাই করে। ১৩ মিনিটের মাথায় টনির ক্রুসের বাড়ানো বল দৌড়ে ধরে লেভান্তে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে জালে জড়ান মার্কো এসেন্সিও।
ম্যাচের ৩২ মিনিটের মাথায় সমতা ফেরায় লেভান্তে। মোরালাসের ডান পায়ে বাঁকানো শট রিয়ালের বেলজিয়ান দেয়াল কর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দল দুটি।
ম্যাচের ৬১ মিনিটে ডি-বক্স লাইনে লেভান্তে খেলোয়াড়কে ফাউল করেন ভিনিসিয়াস জুনিয়র। ভিএআর চেকে করে পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্ত দেয় রেফারি। তবে রোজারের নেয়া শট দারুণ নৈপুণ্যে ডান হাত দিয়ে ঠেকিয়ে দেন কর্তোয়া।
ম্যাচের ৭৮ মিনিটে কর্নার থেকে গ্রাউন্ড কিক নেয় লেভান্তে। পেনাল্টি মিস করা রজার্স এবার দারুণ গোল করেন। রিয়ালের রক্ষণকে বোকা বানিয়ে কর্ণার থেকে দুই খেলোয়াড় ঘুরে মদ্রিচের সামনে দিয়ে সরাসরি বল চলে আসে রজার্সের পায়ে। ওয়ান টাচে রিসিভ করে ডান পায়ের জোরালো শটে সবাইকে ফাঁকি দিয়ে বল রিয়ালের জালে জড়ান তিনি। ২-১ গোলে এগিয়ে যায় লেভান্তে।
ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করলেও জালের নিশানা খুঁজে পাননি বেনজেমা-হ্যাজার্ডরা।
এ ম্যাচের পর ২০ ম্যাচে ১২ জয়, চার ড্র ও চার হারে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চারে। তিনে থাকা সেভিয়া ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট অর্জন করেছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান