আমার দুনিয়ায় বর্ণবাদের স্থান নেই: ইব্রাহিমোভিচ
আমার দুনিয়ায় বর্ণবাদের স্থান নেই: ইব্রাহিমোভিচ
ইন্টার মিলানের রোমেলু লুকাকুকে নিয়ে জালাতান ইব্রাহিমোভিচের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে এসি মিলান-ইন্টার মিলানের ম্যাচে অভিযোগটি পাওয়া যায়। তবে এ অভিযোগকে অস্বীকার করেছেন এসি মিলানের ইব্রা।
আফ্রিকান বংশোদ্ভূত বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু ও সুইডেনের সেনসেশন ইব্রাহিমোভিচ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ। কোপা ইতালিয়া ম্যাচটির প্রথমার্ধ শেষ হবার পর দুই দলের খেলোয়াড়রা যখন মাঠ ছাড়ছিলেন, তখন এ দুজনকে বাক্য বিনিময় করতে দেখা যায়।
বিবিসি রিপোর্ট করেছে, পিচসাইড মাইক্রোফোনে ইব্রাহিমোভিচের কিছু কথা শোনা গিয়েছিলো। তিনি লুকাকুকে বলছিলেন, তোমার ভুডুতে চলে যাও।
উল্লেখ্য, ভুডু হলো আফ্রিকার যাদু ও ক্যাথলিক নীতির মিশ্রনে গড়ে ওঠা একটি ধর্ম। সাধারনত ক্যারিবীয়রা এ ধর্মের চর্চা করে থাকেন।
অভিযোগটির অস্বীকার করে ইব্রাহিমোভিচ তার ইন্সট্রাগ্রামে লেখেন, জালাতানের দুনিয়ায় বর্ণবাদের কোনো জায়গা নেই। আমরা সবাই এক জাত। আমরা সমান। হয়তো আমরা কেউ কারোর চেয়ে ভালো খেলোয়াড়।
প্রথমার্ধ থেকেই ইব্রা-লুকা একে অন্যের উপর চটে ছিলেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যাচ রেফারি দুজনকে সতর্ক করেন। ইতোমধ্যে একটি হলুদ কার্ড দেখা ইব্রা ইন্টারের কোলারোভকে ফাউল করে বসেন। আরেকটি হলুদের পরিণতি হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইডিশ স্ট্রাইকারকে। তার দল এসি মিলানও ২-১ ব্যবধানে হেরে যায়।
বর্ণবাদের অভিযোগ নিয়ে বিস্তারিত অনুসন্ধান করে শুক্রবার সিদ্ধান্ত দেয়ার কথা রয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান