মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিরেই মেসির গোল, শেষ আটে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

১০:৩৯, ২৮ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:০৫, ২৮ জানুয়ারি ২০২১

৪৭০

ফিরেই মেসির গোল, শেষ আটে বার্সেলোনা

কোপা ডেল রেতে বুধবার (২৭ জানুয়ারি) শেষ ষোলোয় রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দুই ম্যাচ নিষেধাজ্ঞায় থাকার পর ফিরেই গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি।

ভায়োকানোর মাঠে অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকে লাগাম ছিলো কাতালানদের হাতে। গোলপোস্ট বাঁধা হয়ে না দাঁড়ালে ২০ মিনিটেই এগিয়ে যেতে পারতো রোনাল্ড কোমানের শিষ্যরা। কয়েক দফা আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলশূন্য থাকতে হয় দুই দলকেই।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আবারও দুর্ভাগ্য যোগ হয় বার্সা শিবিরে। এবার মেসির ডান দিক থেকে নেয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে।

সুযোগ কাজে লাগিয়ে প্রথম অঘটনের জন্ম দেয় ভায়োকানো। ৬৩ মিনিটের মাথায় ফ্রান গার্সিয়ার গোলে রেকর্ডবারের চ্যাম্পিয়ন বার্সা পিছিয়ে পড়ে। ডিফেন্স কাটিয়ে ডান প্রান্ত থেকে আক্রমণে কোনাকুনি শট করেন আলভারো। বার্সা গোলরক্ষকের গায়ে লেগে গোললাইনে পাওয়া বল সহজেই জালে পাঠান গার্সিয়া।

১-১ সমতায় ফিরতে সময় নেয়নি বার্সেলোনা। ৬৯ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল বামপ্রান্তে ফাঁকায় পেয়ে যান গ্রিজম্যান। ফরোয়ার্ডের দিকে মেসি এগিয়ে গেলে তার দিকে বল বাড়ান ওই ফরাসি। সহজ বল জালে জড়িয়ে উদযাপন করেন এলএমটেন।

৮০তম মিনিটে গোছালো আক্রমণকে গোল বানিয়ে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির উঁচু করে বাড়ানো বল পেয়ে গোল বক্সের মুখে বাড়ান জর্দি আলবা। সময়মতো সেখানে ছুটে যান ডি ইয়ং। অনায়াসে ডান পায়ের টোকায় গোলরক্ষককে অসহায় অবস্থায় ফেলে রেখে উদযাপন করেন।

যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়তে পারতো। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটান মেসি। কিন্ত এক ডিফেন্ডারকে কাটিয়ে নেয়া শট লাগে পোস্টে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank