এফএ কাপ: লিভারপুলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় ম্যানইউর
এফএ কাপ: লিভারপুলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় ম্যানইউর
অ্যানফিল্ডে গত সপ্তাহের প্রিমিয়ার লিগের দেখায় গোলশূন্য থেকে পয়েন্ট ভাগ করে নিয়েছিলো লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এক সপ্তাহের মাথায় তাই গোলের আফসোস কাটিয়ে রঙিন হলো দুই রেডস। তবে শেষ হাসি হেসেছে রেড ডেভিলরা। নিজেদের মাঠে রবিবার (২৪ জানুয়ারি) লিভারপুলের লালকে নীলে বিষিয়ে দিয়ে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পগবা-ফার্নান্দেজরা।
ইউর্গেন ক্লপের শিষ্যদের ৪র্থ রাউন্ড থেকে বিদায়ের রাস্তা দেখিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা করে নিলো ম্যানইউ। টানটান উত্তেজনার ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলছিলো না। ২-২ গোলে সমতায় থাকা খেলার উত্তেজনা শীতের মৌসুমে দর্শকদের গা গরম রেখেছে বললেও ভুল হবে না। থ্রিলার ম্যাচের ইতি টানতে ৭৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেন রেড ডেভিল সেনসেশন ব্রুনো ফার্নান্দেজ। তাদের হয়ে বাকি গোল দুটি এসেছে মার্কাস র্যাশফোর্ড এবং ম্যাসন গ্রিনউডের কাছ থেকে। অপরদিকে, লিভারপুলের হয়ে মোহাম্মেদ সালাহ জোড়া গোল করলেও দল না জেতায় তা শুধু ব্যক্তিগত পরিসংখ্যানকেই ভারি করেছে।
ফার্গুসন যুগের পর ম্যানইউ দল স্বপ্নের মতো ছুটে চলেছে। অপরদিকে, লিভারপুলের জয়ের কপাল ফিরছেই না। তবে ওল্ড ট্র্যাফোর্ডে দিনের শুরুটা কিন্তু লিভারপুলের হয়েই কথা বলছিল। ১৮ মিনিটের মাথায় প্রথম গোলে দ্য রেডসদের এগিয়ে নেন মোহাম্মেদ সালাহ। রবার্তো ফিরমিনোর ডিফেন্স চেরা থ্রু বল পায়ে পেয়ে ইউনাইটেড গোলরক্ষক হেন্ডারসনের মাথার উপর দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। তবে সালাহর গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুলকে।
পাল্টা আক্রমণে মার্কাস র্যাশফোর্ডের বাড়ানো লম্বা পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ম্যাসন গ্রিনউড। সমতা ফেরানো ওলি গানারের দল বিরতির আগেই এগিয়ে যেতে পারতো। কিন্তু পগবার একটি ফ্রি-হেডার অল্পের জন্য বারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।
বিরতির পর লিড নিতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি রেড ডেভিলদের। ৪৮ মিনিটে এবার র্যাশফোর্ডের জন্য মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন গ্রিনউড। নিজের আয়ত্তে বল নিয়ে বিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করে বেকারকে বোকা বানিয়ে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার র্যাশফোর্ড। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রেড ডেভিলরা।
পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরীয়া হয়ে ওঠে রেডসরা। কাভানির ভুল পাস থেকে বল পেয়ে যায় লিভারপুল। আক্রমণে গিয়ে ৫৮ মিনিটে গোল করেন মো: সালাহ। কিছুক্ষণ বাদে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন মিশরীয় স্ট্রাইকার। কিন্তু তাঁর শট সরাসরি যায় ম্যান ইউ গোলরক্ষকের হাতে।
ম্যাচ যখন রোমাঞ্চকর পরিস্থিতিতে পৌঁছে গেছে, তখন সাব হিসেবে মাঠে নেমে বাজিমাত করেন ম্যানইউয়ের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। ৭৮ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া জোরালো ফ্রি-কিক অবলীলায় জালে জড়িয়ে দেন রোনালদোর দেশীয় সতীর্থ। ৯০ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন কাভানি। কিন্তু এক্ষেত্রে বাঁধা হয় পোস্ট।
আগামী ১১ ফেব্রুয়ারি পঞ্চম রাউন্ডের ম্যাচে ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে রেড ডেভিলরা।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান