মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আলাভেসকে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

১১:০২, ২৪ জানুয়ারি ২০২১

৫১০

আলাভেসকে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরলো রিয়াল

এক সপ্তাহের ব্যবধানে সুপারকোপা ও কোপা ডেল রে থেকে ছিটকে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ। হতাশা আর দুর্ভাগ্য কাটিয়ে অবশেষে জয়ের মুখ দেখলো দলটি। টানা ৩ ম্যাচ পর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আলাভেসকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে স্বস্তিতে ফিরেছে হ্যাজার্ড-বেনজেমারা। জোড়া গোল করে উজ্জ্বল থাকা বেনজেমার পাশাপাশি হ্যাজার্ড ও ক্যাসেমিরো একটি করে গোল পান।

মাদ্রিদ কোচ জিদানের করোনা আক্রান্তের খবর আসে বৃহস্পতিবার(২১ জানুয়ারি)। তাই জিজুকে ছাড়াই শনিবার (২৩ জানুয়ারি) মেন্ডিজোরোজায় সফরকারী হিসেবে খেলতে যায় তার শিষ্যরা। সঙ্গে ছিলেন সহকারী কোচ ডেভিড বেট্টোনি।

ম্যাচের শুরুতে রিয়ালকে চাপে রাখতে চেষ্টা করেছিলো স্বাগতিক আলাভেস। কিন্ত তাদের সুযোগ না দিয়ে প্রথম গোলটি লুফে নেয় মাদ্রিদ। ১৫ মিনিটের মাথায় কর্নার থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল নিজের নাগালে আসলে চমৎকার হেডে জাল খুঁজে নেন কাসেমিরো।

ম্যাচের বয়স ৪১ মিনিট গড়ালে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এডেন হ্যাজার্ডের ফ্লিক করা বল ডি-বক্সের মাথায় পান তিনি। কোনাকুনি শট করে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান এই ফরাসি।

এবার হ্যাজার্ডের গোল ক্ষরা কাটানোর পালা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাঝমাঠ থেকে উঁচু করে আক্রমণে বল বাড়ান ক্রুস। নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এ বেলজিয়ান ফরোয়ার্ড। ২০২০ সালের  অক্টোবরের পর লা লিগায় গোলের মুখ দেখলেন তিনি।

দ্বিতীয়ার্ধে রিয়ালকে চেপে ধরার চেষ্টা করেছিলো স্বাগতিকরা। ৪৭ মিনিটে দারুণ নৈপুণ্যে হোসেলুর শট ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ৫৯ মিনিটের মাথায় আর হোসেলুর শট থেকে জাল বাঁচাতে পারেননি এ বেলজিয়ান ওয়াল। লুকাস পেরেসের ফ্রি কিক থেকে হোসেলুর চমৎকার হেডে গোলের দেখা পায় আলাভেস।

৭০তম মিনিটে প্রতিপক্ষ আক্রমণ করলে তাদের কাছ থেকে বল ছিনিয়ে পালটা আক্রমণে যায় লস ব্লাংকোস। নিজের দ্বিতীয় গোলের দেখা পান বেনজেমা। মদ্রিচের কাছ থেকে বল পেয়ে মাঝমাঠে অরক্ষিত থাকায় ডিফেন্স ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। 

এ জয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়েছে অল হোয়াইটসরা। ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪০। দুই ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ডিয়েগো সিমেওনের দল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank