মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিবিহীন বার্সার ঘামঝরানো জয়

স্পোর্টস ডেস্ক

১২:৩৪, ২২ জানুয়ারি ২০২১

আপডেট: ১২:৫২, ২২ জানুয়ারি ২০২১

৪৫১

মেসিবিহীন বার্সার ঘামঝরানো জয়

চলতি সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হেরে আগেই বিধ্বস্ত ছিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কোপা ডেল রেতে তৃতীয় সারির দল কোরনেয়ার বিপক্ষে মেসিবিহীন বার্সার জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে।

বিলবাওয়ের বিপক্ষে সুপারকোপার ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ দলের প্রাণভোমরা লিওনেল মেসি। কোপা ডেল রের ম্যাচটিতে কোরনেয়ার মাঠে ২-০ গোলের জয় পেতে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের অপেক্ষা করতে হয়েছে রোনাল্ড কোমানের শিষ্যদের।

ম্যাচের শুরু থেকেই দু দল ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। মেসিকে ছাড়া আক্রমণভাগ জমে উঠছিলো না কাতালানদের। তবে প্রথমার্ধের শেষ হওয়ার ৬ মিনিট আগে একটি পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় বার্সা। পিয়ানিচের শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন কর্নিয়া গোলরক্ষক হুয়ান রামিরেস।

দ্বিতয়ার্ধেও রামিরেস ঝলক অব্যাহত থাকে। বার্সেলোনার বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন এ তরুন স্প্যানিশ গোলকিপিং সেনসেশন। পাশাপাশি দ্বিতীয়ার্ধেও বার্সার আরেকটি পেনাল্টি ঠেকিয়ে দেন রামিরেস। এবার বার্সার হয়ে ৮০ মিনিটের মাথায় স্পট কিক নিয়েছিলেন ওসুমান দেম্বেলে। কোনরকম নড়াচড়া না করেই হুয়ান হাটু দিয়ে ঠেকিয়ে দেন দেম্বেলের শট।

দু দুটি পেনাল্টি পেয়েও গোল না করার খেসারত হিসেবে বার্সাকে ঘাম ঝরিয়ে মাঠে থাকতে হয় আরও ৩০ মিনিট। 

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি রামিরেস। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দেম্বেলে।


খেলার শেষ মুহূর্তে গিয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাথওয়েট। ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে থাকা পেদ্রিকে বাধা দিতে এগিয়ে যান গোলরক্ষক। তখন বা দিক থেকে গোলের দিকে বল বাড়ান এই তরুণ ফরোয়ার্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank