মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আলাবাকে কিনছে রিয়াল

স্পোর্টস ডেস্ক

১১:২২, ১৯ জানুয়ারি ২০২১

৫৭৯

আলাবাকে কিনছে রিয়াল

ডেভিড আলাবাকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে স্পেনে পাড়ি জমাবেন এ অস্ট্রিয়ান ডিফেন্ডার। ১৩ বছর বাভারিয়ানদের হয়ে খেলার পর মাদ্রিদের সঙ্গে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন আলাবা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে, কয়েক সপ্তাহের মধ্যে লস ব্লাংকোসদের সঙ্গে কাগজে কলমে চুক্তি করবেন আলাবা। বায়ার্ন কয়েকবার চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও অস্ট্রিয়ান জানিয়েছেন তিনি নতুন চ্যালেঞ্জ চান। বাভারিয়ানদের হয়ে ৯ টি লিগ শিরোপা ও ২ টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা রয়েছে ডেভিডের।

আলাবাকে পেতে লিভারপুল, পিএসজির মতো অনেক ক্লাব হাত বাড়িয়েছিলো। কিন্ত তিনি সবসময় মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখতেন।

গ্রীষ্মে বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একজন ফ্রি ট্রান্সফার হিসেবে আলাবাকে পাবে মাদ্রিদ। অর্থাৎ তাকে কিনতে কোনো পয়সা খরচ করতে হবে না। কিন্ত প্রতি সপ্তাহে তাকে ২৩০০০০ ইউরো বেতন দেয়া হবে।

এদিকে, অল হোয়াইটসদের ডিফেন্স দুর্গ সার্জিও রামোসের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আলাবার চুক্তির সাথে তার দলে থাকা না থাকার বিষয়টি জড়িত। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে রামোস চুক্তি নিয়ে কথা বলছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank