মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফাইনালে বিলবাওয়ের কাছে বার্সার হার, মেসির লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

১০:৪৩, ১৮ জানুয়ারি ২০২১

আপডেট: ১১:৪৩, ১৮ জানুয়ারি ২০২১

৬৪৯

ফাইনালে বিলবাওয়ের কাছে বার্সার হার, মেসির লাল কার্ড

খেলার শেষ মুহূর্তে গোল হজম করে মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া হচ্ছে। এমন অবস্থায় মেজাজ ধরে রাখা কঠিন হওয়ারই কথা। প্রতিপক্ষের খেলোয়াড়কে মাথায় আঘাত করে ক্যারিয়ারের তৃতীয় লাল কার্ড দেখলেন বার্সেলোনার প্রাণভোমরা মেসি। আর মৌসুমের প্রথম শিরোপা কাতালানদের নিঃশ্বাস দূরত্ব থেকে বগলদাবা করে নিলো অ্যাথলেটিক বিলবাও।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রবিবার (১৭ জানুয়ারি) শিরোপার লড়াইয়ে মার্সেলিনোর দলের বিপক্ষে মাঠে নামে রোনাল্ড কোমানের দল। শুরুতে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত মাঠে দেখা যায় তাকে। সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে বিদায় করেছিল বিলবাও। তাই শিরোপা জয়ের দৌড়ে তারা অন্যতম ফেভারিট ছিল, একথা বললে ভুল বলা হবে না। ৩-২ ব্যবধানের জয় পেয়ে শিরোপাজয়ী হাসি তারাই হেসেছে। নিজেদের তৃতীয় সুপার কাপ ঘরে তুলেছে লস লেওনেসরা। 

ম্যাচের শুরুতে উভয় দলই ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে। ডি-বক্সে কিছু বিচ্ছিন্ন আক্রমণ ছাড়া গোলের সুযোগ তৈরি হচ্ছিলো না।

বিরতির আগে প্রথম সুযোগটি পেয়ে হাতছাড়া করেননি গ্রিজম্যান। ৪০ মিনিটের মাথায় বার্সা আক্রমণে গেলে মেসির শট ডিফেন্ডারের গায়ে লেগে গ্রিজম্যানের পায়ে ফিরে আসে। ফাঁকা বুঝে বিলবাওয়ের জালে বল পাঠিয়ে দেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। মিনিট দুই পরেই অস্কার মার্কোসের গোলে ১-১ সমতায় ফেরে অ্যাথলেটিক।

দ্বিতীয়ার্ধ শুরু হলে বিলবাওকে খেলায় প্রভাব বিস্তার করতে দেখা যায়। গার্সিয়া, মুনিয়াইন, উইলিয়ামসরা বার্সার রক্ষণভাগকে ব্যস্ত রাখতে শুরু করে। ফলে ৫৭ মিনিটের মাথায় একটি গোলও পেয়ে যান গার্সিয়া। তবে, অতিরিক্ত রেফারির দেওয়া অফসাইডের সিদ্ধান্তের কারণে বাতিল করা হয় সে গোল। 

ম্যাচের ৭৭ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন গ্রিজম্যান। মাঠের বাম দিক জর্দি আলবার ক্রস থেকে পা ছুঁইয়ে অ্যাথলেটিকোর জালে এ ফরাসি তারকা বল পাঠালে ২-১ ব্যাবধানে এগিয়ে যায় বার্সা। মৌসুমের প্রথম শিরোপার স্বপ্ন দেখতে শুরু করে কাতালানরা। 

সে স্বপ্ন যে একেবারে শেষ মুহুর্তে এসে ভেঙ্গে যাবে সেটি বোধহয় আরেকটি স্বপ্নেও ভাবতে পারেননি মেসি গ্রিজম্যানরা। ৯০ মিনিটের মাথায় মুনিয়াইনের অ্যাসিস্টে বার্সা শিবিরে কাটার মত গোল বিধে দেন এসিয়ের ভিলালিব্রে। এতে ২-২ গোলে সমতায় থাকলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়েই বাজিমাত করেন বিলবাও তারকা ইনাকি উইলিয়ামস। ৯৪ মিনিটে তার ডিবক্স লাইন থেকে দারুণ এক টপ কর্ণার শট বার ঘেষে বার্সার কফিনের শেষ পেরেক হিসেবে জালে জড়ায়।

১২০ মিনিট বয়েসী ম্যাচে আর কোনো সুবিধা করতে পারছিলো না বার্সেলোনা। ১১৯ মিনিটের মাথায় বার্সেলোনা আক্রমণে উঠছিল। এমন সময় মেসিকে থামাতে দৌড়ানো অবস্থায় তার সামনে বাধা হন বিলবাওয়ের দ্বিতীয় গোলদাতা ভিলালিব্রে। মেজাজ হারিয়ে তাকে সরিয়ে দিতে শেষমেশ তার মাথায় হাত দিয়ে আঘাত করে বসেন এলএমটেন। অতিরিক্ত রেফারি স্ক্রিনে এ ঘটনা পর্যবেক্ষণ করে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকাকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank