মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুপারকোপার ফাইনালে বিলবাও-বার্সা, মেসিকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

১৪:০০, ১৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৪:০৬, ১৭ জানুয়ারি ২০২১

৫৭২

সুপারকোপার ফাইনালে বিলবাও-বার্সা, মেসিকে নিয়ে শঙ্কা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ২ টায় খেলাটি শুরু হবে। ১৪তম শিরোপার লড়াইয়ের এ ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামার শঙ্কায় কাতালানরা। তবে মেসি ফিট হয়ে মাঠে নামবেন বলে আশা প্রকাশ করছেন কোচ রোনাল্ড কোমান।

বুধবার রিয়াল সোসিদাদের বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনালেও দেখা যায়নি এ আর্জেন্টাইন তারকাকে। শারীরিক অস্বস্তিতে ভোগা মেসিকে ছাড়া বার্সেলোনা সে ম্যাচে কম দুর্ভোগ পোহায়নি। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে নৈপুণ্য দেখিয়ে কাতালানদের ফাইনালে তোলেন গোলরক্ষক স্টেগান।

শনিবার এক প্রেস কনফারেন্সে কোমান জানান, শুক্রবার নিজের মতো ট্রেনিং করেছে মেসি। পরবর্তী ট্রেনিং সেশনেও তার যোগ দেয়ার কথা রয়েছে। এ ট্রেনিং শেষে আমরা বলতে পারবো সে সেভিয়ায় খেলবে কিনা। আমরা আশাবাদী সে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তার বলে মন্তব্য করেন বার্সা কোচ।

কর্দোবায় সেমি-ফাইনাল চলাকালীন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করেন এলএমটেন। এ সময় তার বাম পায়ের উরুতে ফিতা বাধা দেখা গেছে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল নিয়ে দলের সর্বোচ্চ গোলদাতা ৬ বার বর্ষসেরা পুরষ্কারজয়ী মেসি। লা লিগার শুরুটা বাজে হলেও তার নৈপুণ্যেই বার্সেলোনা লিগে টানা ৯ ম্যাচ জয়ের ধারায় ফেরে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank