মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে গ্রানাডাকে উড়িয়ে দিল বার্সেলোনা

স্টাফ করেসপন্ডেন্ট

০২:৪১, ১০ জানুয়ারি ২০২১

আপডেট: ০২:৪৮, ১০ জানুয়ারি ২০২১

৭৫০

মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে গ্রানাডাকে উড়িয়ে দিল বার্সেলোনা

অবশেষে যেন ছন্দে ফিরতে শুরু করেছে বার্সেলোনা ও লিওনেল মেসি। ৯ জানুয়ারি লস কার্মেনেসে মেসির জোড়া গোলে গ্রানাডার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় কাতালানরা। চলতি মৌসুমে ১১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন এলএমটেন।

ধীরেধীরে লা লিগা তার চিরচেনা রুপে ফিরতে শুরু করছে। আ্যাটলেটিকো মাদ্রিদের নাগাল পাওয়া তো দূরের কথা, শীর্ষে চারে ঢুকতেই কিছুদিন আগে কাঠখড় পোড়াতে হয়েছে মেসিদেরকে।

ম্যাচের প্রথম দুটি গোল নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও ম্যাচ রেফারির সিদ্ধান্ত হিসেবে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১২ মিনিটের মাথায় গ্রানাডার রক্ষণভাগে আক্রমণের সময় অফ সাইড লাইনের চেয়েও বেশ সামনে এগিয়ে ছিলেন গ্রিজম্যান। কিন্ত গ্রানাডার একটি খেলোয়াড়ের গায়ে লেগে গ্রিজম্যানের পায় বল আসলে মুহুর্তেই সেটি জালে জড়ান এই ফ্রেঞ্চ।

পরের গোলটি মেসিকে দিয়ে করিয়েছেন ফ্রান্সের এ তারকা। ৩৮ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে মেসিকে বল বাড়িয়ে দেন গ্রিজম্যান। বলটি গ্রিজম্যান পাওয়ার আগেই বুসকেটসের হাত ছুয়ে আসে বলে রিপ্লেতে দেখা যায়। ডিফেন্স তেমন ভাঙার দরকার হয়নি এ জাদুকরের। বা পায়ের তীক্ষ্ম শটে টপ কর্নার দিয়ে সুনিপুণভাবে বল জালে পাঠান মেসি।

৪২ মিনিটে বক্সের একদম কাছ থেকে একটি ফ্রিকিক পায় মেসিরা। গ্রাউন্ড এক ফ্রিকিকে দারুনভাবে গোলকিপার ও ডিফেন্ডারকে বোকা বানালে প্রথমার্ধেই ৩-০  গোলে এগিয়ে যায় রোনাল্ড কোমানের দল। 

দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে আরেকটি গোলের দেখা পান গ্রিজম্যান। দেমবেলের ফ্লিক থেকে ডি-বক্সের কাছাকাছি জায়গায় বল পান এই ফ্রেঞ্চ। গ্রাউন্ড শটে বল পাঠিয়ে দিয়ে গ্রানাডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি। 

৪-০ গোলের এ জয়ে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে আসে বার্সেলোনা। গ্রানাডার মাঠে অনুষ্ঠিত ম্যাচটির বড় ব্যবধানের জয় শিরোপার দৌড়ে আত্মবিশ্বাসী হতে অনেকটাই সহায়তা করবে রোনাল্ড কোম্যানের দলকে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank