মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লা লিগায় আজ মাঠে নামছে মেসি, বেনজেমারা

স্পোর্টস ডেস্ক

১৬:৪০, ৯ জানুয়ারি ২০২১

৪৭০

লা লিগায় আজ মাঠে নামছে মেসি, বেনজেমারা

শিরোপার লড়াই ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে স্প্যানিশ লা লিগায়। শুরু থেকে পাগলা ঘোড়ার মত ছুটছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমদিকে খেই হারিয়ে ফেললেও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও লিওনেল মেসির বার্সেলোনা শিরোপা দৌড়ে ফিরতে শুরু করেছে। পয়েন্ট টেবিলের লড়াইয়ে পৃথক ম্যাচে আজ মাঠে নামছে দলগুলো। 

লুইস সুয়ারেজকে বার্সেলোনা থেকে বিদায় দিয়ে কতটা স্বস্তিতে আছে কাতালানরা? পয়েন্ট টেবিল ও লীগের গোল স্কোরারদের তালিকায় একবার চোখ বোলালেই সে উত্তর পেয়ে যাবেন। মেসি, আসপাস ও মরেনোর সাথে সর্বোচ্চ ৯ গোল এখন সুয়ারেজের। বার্সেলোনায় ছিলেন দুর্দান্ত, মেসির ছায়া থেকে বেরিয়ে এটলেটিকোতে চলে যাওয়ার পর যেন নিজেকে পূর্ণ উদ্দমে মেলে ধরেছেন। ফলাফল স্পষ্ট। 

বার্সা-রিয়ালের চেয়ে দুই ম্যাচ কম খেলেও ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। সুয়ারেজের পাশাপাশি এ মৌসুমে এখন পর্যন্ত যথাক্রমে ৬ টি ও ৫ টি গোল করে দারুণ অবদান রাখছেন লোরেন্তে ও জোয়াও ফেলিক্স।

কিছুদিন আগে সময়টা মোটেও ভাল যাচ্ছিল না লিওনেল মেসির। তাহলে বার্সার সময় ভাল হবে কিভাবে? ছোট দলগুলোর সাথে প্রায়ই পয়েন্ট খোয়ানোয় টেবিলের উপরের দিকে দেখা যাচ্ছিল না ২৬ বার লিগ জয়ী বার্সেলোনাকে। সম্প্রতি শিরোপার লড়াইয়ে আবার ফিরে এসেছে কাতালানরা। লিওনেল মেসিও নিজের স্বরূপে ফিরেছেন। সাবেক সতীর্থ সুয়ারেজের সাথে এখন পর্যন্ত তারও সর্বোচ্চ ৯ টি গোল রয়েছে এ মৌসুমে। শনিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অ্যাওয়ে ম্যাচে গ্রানাডার বিপক্ষে লস কার্মেনেসের মাঠে নামছে লিওনেল মেসিরা।

সর্বোচ্চ ৩৪ বার লা লিগার শিরোপা নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের শুরুতে খানিকটা পিছিয়ে পড়লেও এখন পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে সুয়ারেজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লস ব্লাংকোসরা। দলে কোন বাঘা তারকা নেই। বেল-রোনালদোরা বিদায় নিয়েছেন। ফ্রান্সের করিম বেনজেমা দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল দিয়ে দলকে টানছেন। পাশাপাশি এসেনসিও, ভাসকেস ও ভিনিসিয়াওরাও এগিয়ে নিচ্ছেন দলকে। শনিবার(৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ২ টায় এ্যাওয়ে ম্যাচে ওসাসুনার বিপক্ষে তাদের মাঠে খেলবে জিদানের শিষ্যরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank