মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুয়ারেজ চলে যাওয়ায় আক্ষেপ নেই বার্সা কোচের

স্পোর্টস ডেস্ক

১৫:৫৩, ৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:০৬, ৩ জানুয়ারি ২০২১

৬৩৬

সুয়ারেজ চলে যাওয়ায় আক্ষেপ নেই বার্সা কোচের

বার্সেলোনা ছেড়ে লুইস সুয়ারেজ চলে যাওয়ায় কোচ রোনাল্ড কোম্যানের কোনও আক্ষেপ নেই। তিনি বলছেন, এটি ক্লাব কর্তৃপক্ষ এবং খেলোয়াড়ের মধ্যকার সিদ্ধান্ত। রবিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে হুয়েস্কার সঙ্গে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্প্যানিশ জায়ান্ট কোচ।

চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ লিগের অন্যতম ফেবারিট অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছেন সুয়ারেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করে গোলসংখ্যায় সদ্য সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসি ও আনসু ফাতিদের চেয়ে এগিয়ে আছেন তিনি। অ্যাটলেটিকোও এর সুফল পাচ্ছে। পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশে সবচেয়ে এগিয়ে আছে ডিয়েগো সিমিওনের দল।

এ মৌসুমে লা লিগায় তেমন সুবিধা করে উঠতে পারছেন না কাতালানরা। ১৫ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন মেসিরা। বেশ কিছু তরুণ খেলোয়াড় নিয়ে সাজানো দল সামলাতে হিমশিম খেতে হচ্ছে রোনাল্ডকে। ৬বার ব্যালন ডি’অর জেতা মেসিও অচেনা থাকছেন প্রায়ই। 

এমতাবস্থায়, বার্সার হয়ে ১৯৮ গোল করা ইনফর্ম উরুগুইয়ান স্ট্রাইকারকে কেন ক্লাব ছাড়তে হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে ফুটবল অঙ্গনে। কোম্যান বলেন, আমি সবসময় সুয়ারেজের দক্ষতার কথা উল্লেখ করে প্রশংসা করেছি। সে চাইলে থেকে যেতে পারতো। কিন্ত এখন তাকে ছাড়াই আমাদের এগিয়ে যেতে হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank