শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ || ১৬ কার্তিক ১৪৩১ || ২৬ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে পৌঁছেছেন সাফজয়ী মেয়েরা, ছাদখোলা বাসে নেওয়া হবে বাফুফে ভবনে

স্পোর্টস ডেস্ক

১৫:০৮, ৩১ অক্টোবর ২০২৪

৬৪

দেশে পৌঁছেছেন সাফজয়ী মেয়েরা, ছাদখোলা বাসে নেওয়া হবে বাফুফে ভবনে

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারায় সাবিনা খাতুনের দল। সাফের শিরোপা নিয়ে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা।

টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ সারা দেশের মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার প্রস্তুতি সারা হয়েছে। আয়োজন করা হয়েছে ছাদখোলা বাসে সংবর্ধনার। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে রওনা করে বাফুফে ভবনে যাবেন বিজয়ীরা। নেপাল থেকে রওনা করার আগে টিম হোটেলে কেক কেটেছে বাংলাদেশ দল। একপাশে শিরোপা রেখে আরেকদিকে রাখা কেক কেটেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এরপর দলের সবাই বাসে উঠে বিমানবন্দরের দিকে রওনা দেন। শিরোপা নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবেন সাফজয়ীরা। সেখানে বিকেল ৫টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেলোয়াড়দের সাথে দেখা করবেন।

আগেরবারের মতো এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। তবে এবারের চিত্র কিছুটা আলাদা। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ছোঁয়া লেগেছে সাফজয়ীদের বাসেও। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানো হয়েছে। 

দুই বছর আগেও কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়েই প্রথমবার জয় করেছিল দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টের শিরোপা। তারপর দলটির তারকা ফুটবলার সানজিদা আক্তারের ইচ্ছা পূরণ করতেই বাফুফে ছাদখোলা বাসে অভ্যর্থনা জানিয়েছিল চ্যাম্পিয়ন মেয়েদের। যে ছাদখোলা বাসে চড়ে মেয়েরা জয়যাত্রী করেছিলেন রাজধানীতে সেটা আবার সাজানো হয়েছিল নানা জনের ছবি দিয়ে। একপাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বড় করে, অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ছবি। তাছাড়া বাফুফের কর্তাদেরও ছবি ছিল। যা নিয়ে সারাদেশে ব্যপক সমালোচনা হয়েছিল।

ছাদখোলা বাসে সংবর্ধনা শুধু বাংলাদেশেই না, বিশ্বের আরও নানান দেশই দিয়েছে। কিন্তু কখনই সেই বাসে খেলোয়াড় বা চ্যাম্পিয়ন দল ব্যতিত অন্য কারোর ছবি থাকে না। কিন্তু বাংলাদেশ বা বাফুফে ২০২২ সালে এক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করতে গিয়ে হয়েছে নিন্দিত ও সমালোচিত। যদিও এসব সমালোচনা কানে তুলেননি বাফুফের তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিনসহ তার ফেডারেশনের কর্তারা।

তবে রাজনৈতিক পটপরিবর্তনে বাংলাদেশে বদলে গেছে অনেক কিছুই। বদল এসেছে বাফুফের কমিটিতেও। প্রায় দেড় যুগ পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে। আর সেই বদলে যাওয়া বাংলাদেশে আরও একবার সাফ জিতে মাথা উঁচু করে শিরোপা নিয়ে দেশে ফিরছেন সাবিনা খাতুনরা। তাই তাদেরকে আরও একবার ছাদখোলা বাসে দেওয়া হবে সংবর্ধনা। এই বদলে যাওয়া বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাফুফের মানসিকতাতেও। এবার ছাদখোলা বাসে শুধুই চ্যাম্পিয়ন মেয়েদের ছবি। চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে অফিসিয়াল ফটোসেশনের সবাইকে রাখা হয়েছে।

শুরুর একাদশে থাকা দলের ছবিও আছে। সেইসঙ্গে আছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতা ঋতুপর্না চাকমার ট্রফি গ্রহণের ছবিও। সেই বাসের ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভেসেছেন বাফুফের বর্তমান কমিটির কর্তারা। এমনকি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। বাফুফেও এবার ছাদখোলা বাসে শুধুই সাফজয়ী মেয়েদের রেখেছে। আর এই কারণেই শুধু বাফুফেকে এবার প্রশংসায় ভাসিয়েছেন সবাই।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank