ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ
ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ
![]() |
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ (রোববার) ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় পৌনে ২টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে গিয়েছে সাবিনা খাতুনের দল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে গোল করেছিলেন শামসুন্নাহার জুনিয়র। চোটের কারণে আজ দলে নেই তিনি। তার বদলে আজ খেলছেন সাগরিকা।
বাংলাদেশের হয়ে প্রথমার্ধে প্রথম গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। লিড নেয়ার পর টাইগ্রেসদের হয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও সাবিনা খাতুন। এ দুজনের জোড়া গোলে প্রথমার্ধেই ৫ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। তহুরার বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন ঋতুপর্ণা। ১৫ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। এরপর ২৬ মিনিটে গোলের দেখা পান অধিনায়ক সাবিনা খাতুনও।
এদিকে ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা। এর দুই মিনিট পরই নিজের জোড়া গোল পূরণ করেন সাবিনা। বাংলাদেশ ৫ গোল দেয়ার পর অবশ্য একটি গোল দিয়েছে ভুটান। ভুটানের হয়ে গোলটি করেন ডেকি লাহজম।

আরও পড়ুন

জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- প্যারাগুয়ে ম্যাচের আগে দলে পরিবর্তন আনল ব্রাজিল
- পরিবর্তন করা হলো শেখ হাসিনা স্টেডিয়ামের নাম
- ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম
- বিসিবি থেকে পদত্যাগ করলেন নাদেল
- প্রথমবার আইসিসির প্যানেলে বাংলাদেশি ৪ নারী আম্পায়ার
- টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপার হাতছানি আলকারেজের সামনে
- প্রকাশ হলো আইপিএল শুরুর তারিখ