আর্জেন্টিনার সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে চান স্কালোনি
আর্জেন্টিনার সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে চান স্কালোনি
আর্জেন্টিনার কোচ হওয়ার পর একের পর এক সাফল্য এনে দিয়েছেন লিওনেল স্কালোনি। একটি বিশ্বকাপ ও দুটি কোপা এনে দিলেন এই কোচ। এছাড়াও স্কালোনির অধীনে ফিনিলিসিমাও জিতেছে আলবিসেলেস্তেরা। তবে গত বছরের নভেম্বরে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। সোমবার (১৫ জুলাই) কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এই আর্জেন্টাইন কোচ।
শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসে স্কালোনি বলেন, ‘গত বছর আমার কঠিন সময় গেছে, ভালো অবস্থায় ছিলাম না। আমি এই কথা বলার কারণ, কয়েকমাস যাবৎ (আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি ও বেতন নিয়ে) অচলাবস্থা ছিল। যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে, আমি জানিয়েছি। তবে এখন ভালো আছি, সেসব (চুক্তিকেন্দ্রিক জটিলতা) পেরিয়ে এসে আশা করছি এই পথচলা অব্যাহত থাকবে।’
গত বছরের নভেম্বরে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকোতে জয়ের পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে বিশ্বকাপ জয়ী এই কোচের।
আর্জন্টিনার সঙ্গে এখনো দুই বছরের চুক্তি রয়েছে স্কালোনির। এই প্রসঙ্গে আর্জেন্টাইন এই কোচ আরও বলেন, ‘জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার, সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে। প্রেসিডেন্টকে (তাপিয়া) বলব যে আমার সঙ্গে যেন আরও ১৫ বছরের চুক্তি করেন। তারপর আমি সেটি সম্পন্ন করব।’
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান