মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুসলিম বিদ্বেষী ইসরায়েলি ক্লাব কিনলেন আমিরাতি শেখ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৩৪, ৯ ডিসেম্বর ২০২০

৬৫৭

মুসলিম বিদ্বেষী ইসরায়েলি ক্লাব কিনলেন আমিরাতি শেখ

ইসরায়েলি ফুটবল ক্লাব বেইতার জেরুজালেমের অর্ধেক মালিকানা কিনেছেন শেখ হামাদ বিন খলিফা আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য।

আগামী ১০ বছরে বেইতার জেরুজালেমে ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন শেখ হামাদ। ক্লাবটি চরম মুসলিম ও আরব বিদ্বেষী। এ নিয়ে দীর্ঘ ইতিহাস রয়েছে সেটির। ফিলিস্তিনের বিরোধিতার জন্যও তাদের জগতজোড়া কুখ্যাতি রয়েছে।

তবে বেইতার জেরুজালেমে বিনিয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরাতি শেখ। তিনি বলেন, গৌরবময় ক্লাবটির অংশীদার হতে পেরে আমি রোমাঞ্চিত। 

পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দিয়েছেন শেখ হামাদ। তিনি জানান, এ নিয়ে অনেক কিছু শুনেছেন। এটি ইসরায়েলি রাজধানী এবং বিশ্বের ধর্মীয় শহর। 

গেল সেপ্টেম্বরে প্রথম উপসাগরীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আরব আমিরাত। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইহুদি অধ্যুষিত রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তারা। 

ইসরায়েলি প্রিমিয়ার লিগে ছয়বার শিরোপা জিতেছে বেইতার জেরুযালেম। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহু ক্লাবটির পাঁড় সমর্থক।

মূলত 'উগ্র' সমর্থকগোষ্ঠীর জন্য পরিচিত সেটি। তারা 'লা ফ্যামিলিয়া' নামে পরিচিত। প্রকাশ্যে মুসলিম ও আরবদের বিরোধিতা করে এসব দর্শক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank