পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের তারা ফাইনাল নিশ্চিত করেছে। ১০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারায় মালদ্বীপকে। পরেরটিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুরুতে গোল করে এগিয়ে যায়। ম্যাচের ৬ মিনিটে পাকিস্তান এগিয়ে যায়। সতীর্থের পাসে বক্সে ঢুকে আব্দুল ঘানি গোলকিপারের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান।
(শুক্রবার) ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম লিড নেয় পাকিস্তান। পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। ডান প্রান্ত থেকে এক ক্রসে পাওয়া বলে মোর্শেদ আলী জটলার মাঝে হেড দিয়ে গোল করেন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবু সাইদ।
বিরতির পরও আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। গোলের সুযোগও পেয়েছিল বেশ। তবে প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় তৃতীয় গোল পাওয়া হয়নি। পাকিস্তানও পারেনি ম্যাচে ফিরতে। শেষপর্যন্ত ২-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনাল খেলেছে। দিনের প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে আবার সেই গ্রুপের প্রতিপক্ষ ভারত-বাংলাদেশ।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান