সৌদি আরবের কোচ হচ্ছেন ‘কিংবদন্তি’ মানচিনি
সৌদি আরবের কোচ হচ্ছেন ‘কিংবদন্তি’ মানচিনি
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ চমক দিয়েছিল সৌদি আরব। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা সেই অঘটনের নায়ক ছিলেন কোচ হার্ভি রেনার। আর্জেন্টিনাকে হারানোর দারুণ ছক কষে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের পর সৌদি আরবের সঙ্গে নিজের যাত্রাটা আর দীর্ঘায়িত করেননি ফরাসি এই কোচ।
গত মার্চে সৌদি আরব জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন রেনার। মধ্যপ্রাচ্যের দেশটির দায়িত্ব ছেড়ে নিজ দেশ ফ্রান্সের নারী ফুটবল দলের দায়িত্ব নেন তিনি। এরপর থেকে সৌদি আরবের জাতীয় দলের ডাগআউট ফাঁকাই ছিল। অবশেষে রেনার্ডের ছেড়ে যাওয়া স্থানের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি। ‘কিংবদন্তি’ এই কোচকে পেতে রেকর্ড মূল্য দিতে যাচ্ছে দেশটি।
সোমবার (১৪ আগস্ট) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল রিয়াদ জানিয়েছে, সৌদি আরবের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন ইউরোজয়ী কোচ মানচিনি। তিন বছরের জন্য রেকর্ড অর্থে এই কোচকে পেতে চায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানো দেশটি।
মানচিনি যদি সত্যিই সৌদি আরবের দায়িত্ব নেন, তাহলে তিনিই হবেন দেশটির প্রথম ইতালিয়ান কোচ। এ ছাড়া সৌদি জাতীয় দলের ৪৯তম কোচ ও ১৯তম ইউরোপিয়ান কোচ হবেন তিনি। সৌদির দায়িত্ব পেলে মানচিনির প্রথম অ্যাসাইনমেন্ট হবে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাইপর্ব।
এদিকে হুট করেই ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়েন রবার্তো মানচিনি। তার সঙ্গে ইতালির চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু চুক্তির তিন বছর আগেই সরে পড়েন ৫৮ বছর বয়সী এই কোচ। গত বিশ্বকাপে বাছাইপর্ব পেরোতে না পারলেও তার ওপর আস্থা রেখেছিল দেশটির ফুটবল ফেডারেশন। এবার নতুন চ্যালেঞ্জ নিতে সৌদি আরব যাচ্ছেন তিনি।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। এরপর ইতালি জাতীয় দলের দায়িত্ব নেন রবার্তো মানচিনি। সবমিলিয়ে ইতালির জাতীয় দলের সঙ্গে ৫ বছরের বেশি সময় কাজ করেছেন সাবেক ইতালিয়ান স্ট্রাইকার ও ম্যানচেস্টার সিটির এই কোচ। তার অধীনেই ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড গড়েছে ইতালি।
তার অধীনে দুর্দান্ত ফুটবল খেলতে থাকে আজ্জুরিরা। যার ফলশ্রুতিতে ৬০ বছর পর ২০২১ সালে ইউরো জেতে তারা। কিন্তু হুট করে পা হড়কে কাতার বিশ্বকাপে জায়গা পাওয়ার আগেই বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মানচিনির অধীনে ইতালি ৩৭ ম্যাচে জয় পেয়েছে, ১৫ ম্যাচে ড্র করেছে এবং হেরেছে মাত্র নয়টি।
সবশেষ উয়েফা নেশনস লিগে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়েছিলেন মানচিনি। তবে স্পেনের কাছে হারের পর নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় ইতালিকে। দেশকে আগেরবার ইউরো জেতালেও এবারের বাছাইপর্বে অবশ্য ভালো অবস্থানে নেই মানচিনির শিষ্যরা। ইউরো বাছাইপর্বে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে আছে ইতালি।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান