মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ম্যারাডোনার নামে নাপোলির স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক

১২:৫৮, ৫ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৩:০৫, ৫ ডিসেম্বর ২০২০

৫৮৩

ম্যারাডোনার নামে নাপোলির স্টেডিয়াম

প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে ইতালিয়ান ক্লাব নাপোলি। সান পাওলো স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম রাখার আবেদন করলে সাথে সাথেই তা অনুমোদন দেয় নেপলসের সিটি কাউন্সিল। 

শুক্রবার (৪ ডিসেম্বর) সংক্ষিপ্ত অনলাইন বিবৃতিতে নাপোলি জানায়, আজকের সিদ্ধান্তে ক্লাব অত্যন্ত উল্লসিত।

২৫ নভেম্বর মাত্র ৬০ বছর বয়সে নিজ দেশে শেষ নিশ্বাস করেন দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুর পর হাজার হাজার নাপোলি সমর্থক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে এবং তার ছবি রেখে যায়। 

১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ম্যারাডোনা নাপোলিতে খেলেন। মাঝারি মানের ক্লাবকে ১৯৮৯ সালে তিনি এনে দেন একমাত্র ইউরোপিয়ান শিরোপা। এছাড়াও ক্লাবের দুটি সিরি-আ (১৯৮৭ ও ১৯৯০) এবং একটি ইতালিয়ান কাপের (১৯৮৭) শিরোপাও আসে তারই নেতৃত্বে।

এর আগে এইচএনকে রিজেকার বিপক্ষে ইউরোপিয়ান লিগের ম্যাচে ম্যারাডোনার সম্মানে নাপোলির সব ফুটবলার ‘ম্যারাডোনা ১০’ জার্সি গায়ে মাঠে নামে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank