শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেমিফাইনালে মাঠে নামলেই মেসির নতুন রেকর্ড 

স্পোর্টস ডেস্ক

২০:৫০, ১৩ ডিসেম্বর ২০২২

আপডেট: ০০:০৭, ১৪ ডিসেম্বর ২০২২

৪৪৯

সেমিফাইনালে মাঠে নামলেই মেসির নতুন রেকর্ড 

কাতার বিশ্বকাপে ৪ গোল করে ইতিমধ্যেই আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বাতিস্তুতার পাশে নিজের নাম লিখিয়েছেন লিওনেল মেসি। এছাড়া বিশ্বকাপ খেলতে নেমে ছুঁয়েছেন সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড। এবার আরও একটি রেকর্ডের হাতছানি আর্জেন্টাইন তারকার সামনে।

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে গড়বেন মেসি। যদিও রেকর্ডটা তার একার হবে না। জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউস বিশ্বকাপে সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলেছেন। আজ মাঠে নামলেই ম্যাথাউসের পাশে যুক্ত হবে মেসির নাম।

তবে রেকর্ডটা একান্ত নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির। আজ সেমিফাইনাল ম্যাচে খেলার পর ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী যেকোনো একটি ম্যাচে মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে গড়বেন মেসি।

আজকের ম্যাচে একটি গোল করলে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশসাপাশি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপের পাশে বসবেন মেসি। তবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসির সঙ্গী আছেন পাঁচজন—মেক্সিকোর আন্তনিও কারবাহাল, রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank