ম্যারাডোনার সেরা ৫ গোল
ম্যারাডোনার সেরা ৫ গোল
দিয়েগো ম্যারাডোনা যেন ছিলেন নিখাদ শিল্পী। ফুটবলের রঙ তুলি দিয়ে আঁকতেন কত শত ছবি। সেরকমই সৃষ্টি তার গোলগুলো। ক্যারিয়ারে অসংখ্যবার বল জালে জড়িয়েছেন তিনি। তন্মধ্যে দর্শকের চোখে লেগে আছে তার পাঁচটি গোল। সেগুলোরই তথ্য তুলে ধরা হলো-
১. ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল করেন ম্যারাডোনা। একে বলে ‘হ্যান্ড অব গড’ গোল। তবে এতে তার পায়ের কারুকাজও ছিল। বোদ্ধারা বলেন, যতদিন ফুটবল থাকবে, ততদিন এ নিয়ে আলোচনা চলবেই। কারণ, ফুটবল ঈশ্বরের কারিকুরি গোলরক্ষক তো বটে; খোদ রেফারিও বুঝতে পারেননি। যদিও পরে এ নিয়ে বিতর্ক চলতেই থাকে।
** পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
২. একই ম্যাচে আরেকবার নিশানাভেদ করেন ম্যারাডোনা। যা শতাব্দীর সেরা গোল হয়ে আছে। ইতিহাসেরও অন্যতম নন্দিত গোল এটি। নিজ অর্ধে বল পেয়ে প্রতিপক্ষের ছয়জনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে নাম লেখায় আর্জেন্টিনা।
৩. এককথায় ’৮৬ বিশ্বকাপ ছিল ম্যারাডোনাময়। সেই আসরের সেমিফাইনালে জয়ের নায়কও ছিলেন তিনি। ওই ম্যাচে বেলজিয়ামের বিপক্ষেও জোড়া গোল করেন বাঁ পায়ের জাদুকর। তবে প্রথমটির চেয়ে তার দ্বিতীয় গোলটি ছিল বেশি দর্শনীয়। এবার প্রতিপক্ষের পাঁচজনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। চোখধাঁধানো সেই পারফরম্যান্সে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত তার একক নৈপুণ্যে শিরোপা নিয়ে দেশে ফেরেন আলবিসেলেস্তেরা।
** ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
৪. ’৮৬ বিশ্বকাপে মাঠ মাতাবেন ম্যারাডোনা, তা আগের বছরই বোঝা গিয়েছিল। ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। একের পর এক জাদুকরী গোল করে যাচ্ছিলেন। তাতে মন্ত্রমুগ্ধ ছিল রঙিন ফুটবল, ভক্তরা। ১৯৮৫ সালে নাপোলির হয়ে জুভেন্টাসের বিপক্ষে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন ছোট ম্যাজিসিয়ান। যা কেউ কল্পনাও করেননি।
সাধারণত, মানবদেয়ালের সামনে থেকে গোলপোস্ট বরাবর সরাসরি ফ্রি-কিক নেন হিটার। কিন্তু ভিন্ন পথে হাঁটেন ম্যারাডোনা। স্পট থেকে তাকে বল বাড়িয়ে দেন পেস্সি। তা থেকে দারুণ কৌশলে স্কোর করেন তিনি।
** ফিফার উচিত ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানো
৫. একই বছর ভেরোনার বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেন ম্যারাডোনা। যেখান থেকে পোস্ট লক্ষ্য করে শট নেয়ার কেউ সাহস পান না। কারণ, অত দূর থেকে নিশানা ঠিক থাকে না। সেই কাজটিই করে দেখিয়েছিলেন তিনি। সতীর্থের ভাসানো বল নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ ভলিতে গোলটি করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান