মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে

স্পোর্টস ডেস্ক

১১:৩৬, ২৬ নভেম্বর ২০২০

আপডেট: ১২:২৪, ২৬ নভেম্বর ২০২০

৩৫৭৮

পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে

‘‘খেলোয়াড় আপনাকে দেখিনি। বিলবাওয়ে আপনার গুণ্ডামী দেখিনি। নেপলসের অবিসংবাদিত নেতা হতে দেখিনি। দেখিনি বিশ্বকাপে পাঁড় শত্রুদের কলজেয় 'ঈশ্বরের হাত' দিয়ে ছুরি ঢোকাতেও।
দেখেছি কোচ আপনাকে, যখন আপনি কাড়িকাড়ি গড়বড়ে নিমজ্জিত। তাতে গালও পেড়েছি অনেক। মাফ করবেন 'একমাত্র গডফাদার' দিয়েগো। ভালো থাকবেন 'অপ্রিয়'।”

ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার বিদায়ে এমন এক আবেগঘন স্টেটাস দেন আর্জেন্টিনার পাঁড় সমর্থক ক্রিড়া সাংবাদিক নেয়ামত উল্লাহ। শুধু আর্জেন্টাইন সমর্থক নয়, ব্রাজিল ভক্তরাও জানিয়েছেন পরম শ্রদ্ধা। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম হৃদয় লিখেন- 

“কিংবদন্তির বিদায়! একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে রাইভালের চোখেই দেখতাম৷ কিন্তু ফুটবলকে সারাবিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় করার পিছনে ম্যারাডোনার অবদান সবার চেয়ে বেশি ছিলো! পৃথিবী একজন শিল্পীকে হারালো! ফুটবলের বরপুত্র থাকুক সবার হৃদয়ে”।

সৃষ্টিকর্তার কাছে ম্যারাডোনাকে স্বর্গে নেয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব নন্দী লিখেন-

 “'ঈশ্বর', তুমি একটু পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দাও, 'ফুটবলের ঈশ্বর' তোমার দিকে তাঁর হাত বাড়িয়ে দিয়েছেন! উনাকে তুলে নাও স্বর্গে..”

জীবনে ম্যারাডোনাকে একবার সামনা সামনি না দেখতে পারার আক্ষেপ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেন- 

‘‘শোকের পরে শোক চলছে।
তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না।
ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। 

তোমার বা পায়ের আঁকা নিখুদ গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।
ভালো থেকো ওপারে যাদুকর

দি ড্রিবলিং মাস্টার 
দিয়াগো আরমান্দো ম্যারাডোনা

দিয়েগো ম্যারাডোনার এমন বিদায়ে আর্জেন্টিনায় ঘোষণা হয়েছে তিনদিনের শোক দিবস। কিন্তু ফুটবল ইশ্বরকে হারানোয় আদৌ কি বন্ধ হবে কোটি ভক্তের হৃদয়ের রক্তক্ষরণ! 
 

আরও পড়ুন-

** ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank