মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৪৫, ২৬ নভেম্বর ২০২০

আপডেট: ১০:৫৩, ২৬ নভেম্বর ২০২০

৪৫২

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। একইসঙ্গে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গভীর শোক প্রকাশ করেছেন।

ম্যারাডোনাকে নিয়ে টুইট বার্তায় তিনি লিখেছেন, আপনি আমাদের বিশ্বের শীর্ষে নিয়ে গেছেন। আপনি আমাদের অসীম আনন্দ দিয়েছেন। আপনি সর্বকালের সেরা ছিলেন। আমরা আপনাকে মিস করব। ওপারে ভালো থাকবেন।

গেল বুধবার (২৫ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

চলতি মাসেই ম্যারাডোনাকে বুয়েন্স আয়ার্সে হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে এক সপ্তাহ না যেতেই পরপারে পাড়ি জমালেন তিনি।
 
ম্যারাডোনার একক নৈপুণ্যে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তিনি শতাব্দীর সেরা গোলদাতা।
 
পেশাদার ক্যারিয়ারে ম্যারাডোনা আর্জেন্টিনা জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন।
 
অনেকের মতে, সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনা। তিনি ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় পেলের সঙ্গে যৌথ স্থানে ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank