মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কিংবদন্তির জন্য ফুটবল বিশ্বের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক

২৩:৫৩, ২৫ নভেম্বর ২০২০

আপডেট: ০০:০১, ২৬ নভেম্বর ২০২০

১১৬৮

কিংবদন্তির জন্য ফুটবল বিশ্বের শ্রদ্ধা

ব্রাজিলের ফুটবল লিজেন্ড পেলে সবার আগে তার শ্রদ্ধা জানিয়েছেন ম্যারাডোনার জন্য ছোট্ট একটি বাক্যে। তিনি লিখেছেন: একদিন উপর আকাশে আমরা দু'জন একসঙ্গে একটি বলে মারবো কিক।"

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার এবং ম্যাচ অব দ্য ডে'র হোস্ট গ্যারি লিনেকার বলেছেন: আমার প্রজন্মের থেকে খানিকটা আগের সময়ের এবং সম্ভবত সকল সময়ের সেরা খেলোয়াড়। আশীর্বাদের কিন্তু সঙ্কটের একটা জীবন পার করে এখন নিশ্চয় তিনি ইশ্বরের হাতে কিছুটা আরামেই কাটাবেন।  

সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ওসি আর্ডিলেস লিখেছেন, ধন্যবাদার্হ দিয়েগো তোমার বন্ধুত্ব, তোমার ফুটবল যার তুলনা নেই। ফুটবলের ইতিহাসে তোমার ফুটবলই ছিলো সেরা। অনেক আনন্দঘন মূহূর্ত কেটেছে একসঙ্গে মাঠে। শান্তিতে ঘুমাও বন্ধু। 

নেইমার তার ছেলেবেলার একটি ছবি, ম্যারোডানা তাকে জড়িয়ে ধরে আছেন, টুইট করে লিখেছেন, শান্তিতে ঘুমাও ফুটবলের কিংবদন্তি।

হ্যারি কেন লিখেছেন, তারসঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছিলো, শান্তিতে ঘুমাও দিয়েগো ম্যারাডোনা।

ক্রিশ্চিয়ানো রোনালদো টুইটে লিখেছেন, ্‌আজ আমি বিদায় জানাচ্ছি এক বন্ধুকে, আর গোটা বিশ্ব এক চিরন্তন ফুটবল জিনিয়াসকে। সবসময়ের সেরাদের একজন, এক ফুটবলের যাদুকর তিনি ছিলেন। বড়ই দ্রুত তিনি চলে গেলেন। এই শূন্যতা পূরণের নয়। শান্তিতে ঘুমাও। তোমাকে ভুলবো না।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank