রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মানে

স্পোর্টস ডেস্ক

১২:০০, ১৮ নভেম্বর ২০২২

৪১৯

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মানে

শেষ সময়ে এসেই স্বপ্ন ভেঙে গেলো মানের। সেনেগালের হয়ে কাতার বিশ্বকাপ খেলা হচ্ছে না তার। শুক্রবার নিশ্চিত করা হলো যে, মানের বিশ্বকাপ শেষ!

ওয়েরদের ব্রেমেনের বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নেমে শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন মানে। পায়ের হাড়ে (হাঁটুর দিনে) ব্যথা পান তিনি। বায়ার্ন কোচ তাৎক্ষনিক বলেছিলেন, ইনজুরি গুরুতর নয়। তবে প্রথম রিপোর্ট পাওয়ার পর  সংবাদ মাধ্যম বলে দিয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মানের। বিশ্বকাপের বাকি তখন মাত্র ১১ দিন।

পরে আরও একটি রিপোর্ট করা হয়। সেখানেও ভালো খবর পাননি চিকিৎসকরা। তবু তাকে রেখেই দল ঘোষণা করেছিলেন সেনেগালের কোচ সিসে। মানের ওপর ভরসা করেই সেনেগাল বিশ্বকাপে চমক দিতে পারে এই আশা ছিল অনেকের। কিন্তু আসরেই থাকছেন না তিনি। 

এর আগে ধারণা করা হয়েছিল, মানে দলের দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন। কাতার বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে এরই মধ্যে বড় ক’জন খেলোয়াড় ছিটকে গেছেন। ফ্রান্সের পল পগবা, জার্মানির টিমো ওয়ার্নার কিংবা পর্তুগালের ডিয়াগো জোটা তার মধ্যে অন্যতম। তবে সাদিও মানে সবচেয়ে বড় ধাক্কা। এবারের বিশ্বকাপে আফ্রিকান ফুটবলের ব্যাটন ছিল তার কাঁধে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank