মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক

১৩:৪৪, ২৫ নভেম্বর ২০২০

আপডেট: ১৩:৪৬, ২৫ নভেম্বর ২০২০

৫৪০

প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচের আগে বুধবার (২৫ নভেম্বর) প্রথম প্রস্ততি ম্যাচে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। অপর প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। দুটি ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছে কাতার আর্মি। 

প্রস্তুতি ম্যাচের আগে একটি করে সুসংবাদ ও দুঃসংবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুঃসংবাদ হলো তৃতীয় দফা করোনা টেস্টেও ফলাফল পজিটিভ এসেছে জাতীয় দলের কোচ জেমি ডে’র। ফলে কাতার ম্যাচের ডাগআউটে তাকে দেখতে না পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আর সুসংবাদ হলো ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। তিন দিনের কোয়ারেন্টাইন নিয়ম উঠিয়ে নেয়ায় কাতারের বিপক্ষে ম্যাচে নাবিব খেলতে পারবেন বলে আশা করছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। 

জেমি ডে সরাসরি উপস্থিত না থাকলেও ভিডিও কলে সব ফুটবলারকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ফুটবলার রহমত মিয়া। 

এদিকে প্রস্তুতি ম্যাচ দুটিতে জয় পরাজয় ছাপিয়ে টিম কম্বিনেশনে মনযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় দলের গোলকিপিং কোচ লেস  ডেভলি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank