মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টটেনহাম তারকাকে দলে চাইছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

১০:১৯, ২৪ নভেম্বর ২০২০

আপডেট: ১৪:৪০, ২৪ নভেম্বর ২০২০

৫০৫

টটেনহাম তারকাকে দলে চাইছেন গার্দিওলা

কথায় আছে, শত্রুকে বধ করতে না পারলে তাকে দলে টেনে নাও। এখন সে পথেই হয়তো হাঁটছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা।

গার্দিওলা নাকি ইতোমধ্যে ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তাদের বলে দিয়েছেন টটেনহামের স্টাইকার হ্যারি কেনকে কেনার সুযোগ আছে কিনা তা অনুসন্ধান করতে। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

আগামী মৌসুমে সিটি ছেড়ে যাবেন সার্জিও আগুয়েরো। তাই হন্য হয়েই জানুয়ারিতে বা আগামী মৌসুমে একজন ফরোয়ার্ডকে সাইন করাতে চাইছেন গার্দিওলা। 

দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবি গার্দিওলা নাকি এখন পর্যন্ত একজনের নামই জানিয়েছেন ক্লাবকে। আর সেটা হলো টটেনহাম তারকা হ্যারি কেন। 

প্রিমিয়ার লীগের গত ম্যাচেই সিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে টটেনহাম সে ম্যাচে গোল না করলেও ১০ নাম্বার জার্সির যথাযথ ভূমিকা রেখেছেন কেন।

২৭ বছর বয়সী হ্যারি কেন নাকি হোসে মরিনহোর অধীন এবছর কোন শিরোপা জিততে না পারলে ক্লাব ছেড়ে যাবেন। কারই বা ভালো লাগে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেও শিরোপাবিহীন ক্যারিয়ার শেষ করতে। সেই সুযোগটাই নিতে চাইছেন গার্দিওলা। 

ইংল্যান্ড জাতীয় দলের সেরা স্ট্রাইকারকে দলে নেয়া অবশ্য সহজ হবেনা সিটির। কারণ টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি এমনিই খুব শক্ত মানুষ। হ্যারি কেন নিজ থেকে জিদ না ধরলে যে তাকে ছাড়া হবেনা সেটাই স্বাভাবিক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank