রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিরপ্রতিদ্বন্দী বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক

২৩:১৬, ১৬ অক্টোবর ২০২২

৪৩৫

চিরপ্রতিদ্বন্দী বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

লা লিগায় অপরাজেয় পথচলা ধরে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ ম্যাচের গোল খরা কাটালেন রিয়ালের অধিনায়ক করিম বেনজেমা। 

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেল রিয়াল। 

যদিও ম্যাচের শুরুতেই সুযোগ আসে বার্সেলোনার সামনে। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস ধরে বক্সে ঢুকে শট নেন রাফিনিয়া; তবে রিয়াল গোলররক্ষক আন্দ্রে লুনিন ছিলেন সতর্ক। তিন মিনিট পর ভিনিসিউস জুনিয়রের শট বক্সে প্রতিপক্ষের একজনের গায়ে লেগে বাইরে যায়।

বারো মিনিটের মাথায় দারুণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে যাওয়ার আগ মুহূর্তে ছোট থ্রু বল বাড়ান টনি ক্রুস। বল ধরে অনেক ওপরে উঠে আসা প্রতিপক্ষের রক্ষণকে গতিতে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন ভিনিসিউস। বল গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের প্রসারিত হাতে প্রতিহত হয়; তবে আলগা ফাঁকায় পেয়ে ১৫ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যখেদ করেন বেনজেমা।

২৫তম মিনিটে নিশ্চিত সুযোগ নষ্ট করেন লেভানদোভস্কি। ডান দিক থেকে রাফিনিয়ার দূরের পোস্টে বাড়ানো বল স্লাইডে খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন পোলিশ তারকা। দুই মিনিট পর লক্ষ্যভেদে হেড করেন উসমান দেম্বেলে।

তাদের সুযোগ নষ্টের হতাশা ১০ মিনিট পর আরও বড় হয়ে ওঠে রিয়াল ব্যবধান দ্বিগুণ করায়। আবারও বাঁ দিক দিয়ে আক্রমণ শাণান ভিনিসিউস, আরেক সতীর্থের পা ঘুরে বল পান ফেরলঁদ মঁদি। ডি-বক্স থেকে তার কাটব্যাক পেয়ে দূর থেকে নিচু জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভালভেরদে।

শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে থাকা বার্সেলোনা ৪৩তম মিনিটে আরেকটি সুযোগ পায়। তবে এবার ডিফেন্ডার দানি কারভাহালের চ্যালেঞ্জে হেড লক্ষ্যে রাখতে পারেননি আসরে আগের আট ম্যাচে সর্বোচ্চ ৯ গোল করা লেভানদোভস্কি।

লড়াইয়ে ফিরতে মরিয়া বার্সেলোনা করতে থাকে একের পর এক আক্রমণ। তারই ধারাবাহিকতায় ৮৩তম মিনিটে মেলে সাফল্যের দেখা।

বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ফাতি খুঁজে নেন লেভানদোভস্কিকে। তিনি চেষ্টা করেন ব্যকহিলে পেছনে বল বাড়াতে, ঠিকমতো না হলেও ঠিকই পেছনে ছুটে আসা ফেররান তরেসের পায়ে যায়। গোলরক্ষক আগেই এগিয়ে ছিলেন আরেক দিকে, বিনা বাধায় ফাঁকা জালে বল পাঠান তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank