সবচেয়ে বিধ্বংসী ত্রয়ী দেখতে যাচ্ছে ফুটবল?
সবচেয়ে বিধ্বংসী ত্রয়ী দেখতে যাচ্ছে ফুটবল?
বার্সেলোনায় মেসি-সুয়ারেজ-নেইমার জুটিকে বলা হতো 'এমএসএন'। রিয়াল মাদ্রিদের বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো রোনালদো মিলে গড়েছিলেন 'বিবিসি'। আক্রমণভাগের এই দুই ত্রয়ীর প্রতিপক্ষের রক্ষণকে দুমড়ে-মুচড়ে দেয়ার ক্ষমতার কারণেই এমন নামকরন।
কিন্তু বার্সা ছেড়ে নেইমার আর রিয়াল ছেড়ে রোনালদো চলে যাওয়ায় ভেঙে যায় দুই ত্রয়ী। তবে ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। এরচেয়েও বিধ্বংসী জুটি গড়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড!
ইতোমধ্যে হালান্ড আর সানচো মিলে জ্বালিয়ে মারছেন প্রতিপক্ষকে। এই মৌসুমের আগে ৪৮ ম্যাচ খেলে ৫২ গোল করেছিলেন হালান্ড৷ এবার আরও ক্ষুরধার এই নরওয়েজিয়ান ফুটবলার। ১১ ম্যাচেই করেছেন ১৪ গোল। এদিকে সানচো ইঞ্জুরিত না পড়লে কপালে শনিরদশাই ছিল প্রতিপক্ষের।
গতকাল (২১নভেম্বর) সেই জুটির সাথে যোগ দিয়েছেন বরুসিয়ার ঘরোয়া 'প্রোডাক্ট' ইয়সোফো মৌকোকো। মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয়েছে এই স্ট্রাইকারের। অবাক হচ্ছেন?
অবাক হওয়ার কিছু নেই৷ সুযোগ থাকলে আরও আগেই হালান্ডের সাথে মাঠে দেখা যেতো তাকে। তবে ১৬ বছরের নিচে কোন ফুটবলারের সিনিয়র পর্যায়ে খেলার নিয়ম নেই বলে তা হয়নি।
মৌকোকো কে নিয়ে এত আলোচনার কারণও আছে। বরুসিয়া অনূর্ধ্ব-১৯ এর হয়ে মাত্র ৩২ ম্যাচেই করেছেন ৫১ গোল! এই অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন তার চেয়ে চার বছরের বড় খেলোয়াড়দের বিপক্ষে। মাত্র ১৫ বছর বয়সে যার এমন কীর্তি তাকে জলদি মাঠে নামানোই তো স্বাভাবিক।
হার্থা বিএসসির বিপক্ষে ৮৪ মিনিটে বদলি হিসেবে নামেন মৌকোকো। সেই সাথে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগা অভিষেকের রেকর্ডও দখল করে নেন ইউনিসেফের সংজ্ঞায় এই 'শিশু'।।
যার বদলি হিসেবে আজ তাকে মাঠে নামানো হয় সেই হালান্ড মাঠ ছাড়ার আগে করেছেন চার গোল। সেই সাথে মৌকোকো কে হয়তো বার্তা দিয়ে রেখেছেন, এখনও আমিই রাজা!
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান