২-০ গোলে এগিয়ে থেকেও পিএসজির হার
২-০ গোলে এগিয়ে থেকেও পিএসজির হার
ফরাসি ‘লীগ ওয়ান’ এর ১১ তম রাউন্ডে মোনাকোর বিপক্ষে প্রধমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু ম্যাচ শেষে ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেদের।
ম্যাচের প্রথমার্ধে পুরোটাই ছিল পিএসজির আধিপত্য। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পেকে সামলাতেই হিমশিম খেতে হচ্ছিল স্বাগতিক মোনাকোর। কিন্তু বেশিক্ষণ আটকে রাখা যায়নি এই স্ট্রাইকারকে। ২৫ মিনিটেই দলকে এগিয়ে নেন তিনি। ডি মারিয়ার পাস থেকে লম্বা দৌড়ে বল টেনে নিয়ে পাঠিয়ে দেন গোলপোস্ট ঘেষে।
তার ১০ মিনিট পরেই রাফিনহাকে ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে গোল করতে ভুল হয়নি এমবাপ্পের। প্রধমার্ধে তার হ্যাট্রিকও হয়ে গিয়েছিল প্রায়। বল জালে জড়ালেও ভিএআরে তা বাতিল হয়।
প্রধমার্ধ শেষের সাথে সাথে যেন দুর্ভাগ্য শুরু হয় পিএসজির। দ্বিতীয়ার্ধে সাবেক বার্সা ও আর্সেনাল তারকা সেস ফেব্রিকাস নামার পরই খেলা বদলে যায় মোনাকোর। ৫৫ মিনিটেই গোল পেয়ে যান দলটির জার্মান ফরোয়ার্ড কেভিন ভোল্যান্ড। সতীর্থ অরেলিয়েন বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় তাকে ট্যাকেল করলে বল পান ভোল্যান্ড। কাছ থেকে গোল করতে একটুও ভুল করেননি তিনি।
কিছুক্ষণ পরই ম্যাচে সমতা আনে মোনাকো। এবারও বল জালে জড়ান ভোল্যান্ড। সেস ফেব্রিগাসের পাস থেকে খালি পোস্টে গোল করেন তিনি।
৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে সমতা ছিল। কিন্তু ডি বক্সে ডিফেন্ডার আব্দুও দিয়ালা বাজে ট্যাকেল করে লাল দেখে মাঠ ছাড়লে পেনাল্টি পায় মোনাকো। অভিজ্ঞ ফেব্রিকাস সহজেই বোকা বানান পিএসজি গোলকিপার কেইলর নাভাসকে।
তবে ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে হেরফের হয়নি। ১১ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে পিএসজি এখনও শীর্ষে। অন্যদিকে একই ম্যাচে মোনাকোর পয়েন্ট ২০।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান