শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেইমার ও এমবাপ্পের মধ্যে কোন বিরোধ নেই

স্পোর্টস ডেস্ক

১৫:৪৪, ২০ আগস্ট ২০২২

১২৯৮

নেইমার ও এমবাপ্পের মধ্যে কোন বিরোধ নেই

দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে কোন বিরোধ বা খারাপ সম্পর্ক নেই বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালটিয়ার।

শনিবার মন্টিপিলিয়ারের বিপক্ষে এমবাপ্পে প্রথম পেনাল্টি শটটি মিস করার পর নেইমার দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে গোল করেছিলেন। নেইমারের স্পট কিকের গোলের পর এমবাপ্পে কোন ধরনের উদযাপন করেননি। পেনাল্টি কেলেঙ্ককারীর বিষয়টি অবশ্য সকলের চোখেই পড়েছে। যদিও গালটিয়ার বিষয়টিতে তেমন একটা সমস্যা দেখছেন না। এ সম্পর্কে রোববার লিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে পিএসজি বস বলেছেন, ‘পরের দিনই আমরা দুজনের মধ্যে আর কোন সমস্যা দেখতে পাইনি। যদিও বিষয়টি বড় হতেও পারতো। পুরো সপ্তাহ জুড়েই আমরা বেশ ভাল কাজ করেছি। দলের সবাই বেশ পরিশ্রম করেছে। আমিও সবগুলো সেশন বেশ উপভোগ করেছি। এমবাপ্পে ও নেইমারের মধ্যে ঝামেলাও দ্রুত মিটে গেছে। আমরা মূলত টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’

গালটিয়ার জানিয়েছে পেনাল্টি শট নেবার ক্ষেত্রে দলের সুষ্পষ্ট নির্দেশনা ছিল। এমবাপ্পে প্রথমটি নিবেন, তারপরেরটি নিবেন নেইমার। ম্যাচে সম্ভাব্য পেনাল্টি শট নেবার তালিকায় আরো আছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এ ব্যপাওে গালটিয়ার বলেছেন আমাদের স্ট্রাইকারদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য স্কোর করাটা জরুরি। 

রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ গুঞ্জন শেষ করে প্যারিসেই থেকে যাবার সিদ্ধান্ত নেবার পর মন্টিপিলিয়ারের বিপক্ষে ম্যাচটি ছিল ২৩ বছর বয়সী এমবাপ্পের এবারের মৌসুমের প্রথম প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ। ম্যাচটিতে পিএসজি ৫-২ গোলের বড় ব্যবধানে জয়ী হয়। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পে ৩৯টি গোল করলেও নেইমার ইনজুরির কারনে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। যদিও এবারের মৌসুমে শুরুতেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে। ইতোমধ্যেই তিন ম্যাচে তিনি পাঁচ গোল করেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank